ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শহরে ব্যবসা করতে হলে নির্ধারিত হারে ট্যাক্স দিতে হবে ॥ মেয়র আতিক

প্রকাশিত: ২৩:৫১, ২ সেপ্টেম্বর ২০২০

শহরে ব্যবসা করতে হলে নির্ধারিত হারে ট্যাক্স দিতে হবে ॥ মেয়র আতিক

স্টাফ রিপোর্টার ॥ এই শহরে ব্যবসা করতে হলে নির্ধারিত হারে ট্যাক্স দিতে হবে। যারা হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন না, তাদের ট্যাক্সের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। একইসঙ্গে রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিশেষ অভিযান সফল করতে সহায়তার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র। মঙ্গলবার ডিএনসিসির অঞ্চল-২ (মিরপুর) ও অঞ্চল-৫ (কাওরান বাজার) এর সকল ওয়ার্ডে (১৭টি) পরীক্ষামূলকভাবে চিরুনি অভিযান উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। সকাল ১১টায় মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে এ চিরুনি অভিযানের উদ্বোধন করেন মেয়র। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন। মেয়র আতিক বলেন, চিরুনি অভিযানে আমরা ডোর টু ডোর যাব। এখানে বাসাবাড়ি থাকবে, অফিস-আদালত থাকবে, ব্যবসা প্রতিষ্ঠান থাকবে। এ অভিযানের মাধ্যমে আমরা রাজস্বের পরিধি বাড়াব, ট্যাক্সের পরিমাণ বাড়াব না। সবাই যাতে বাসায় বসে ট্যাক্স দিতে পারে, যেমনটা আমার নির্বাচনী ম্যানিফেস্টো ‘সবাই মিলে সবার ঢাকা’তে ছিল-আমরা অটোমেশনে যাব। আগামী ১ জানুয়ারি ২০২১ থেকে অনলাইনে ট্যাক্স নেয়া শুরু হবে। তিনি বলেন, এ বছর ৪০০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স এবং ১০০ কোটি টাকা ট্রেড লাইসেন্স থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। আবাসিক এলাকায় স্থাপিত ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে মেয়র বলেন, আমাদের অনেক আবাসিক এলাকা আছে যেখানে নিচ তলায় দোকান করা হয়েছে। এ জন্য আগামী সপ্তাহে আমি রাজউককে আমার অফিসে আসতে বলব। কীভাবে আবাসিক ভবনে ব্যবসা চালানো হচ্ছে? যেহেতু এটা আবাসিক এলাকা আমরা ট্রেড লাইসেন্স দিতে পারি না। আবাসিক এলাকায় সিটি কর্পোরেশনের ক্ষমতা নেই ট্রেড লাইসেন্স দেয়ার, কিন্তু এখানে ব্যবসা করছে। এটির একটি বিহিত করা দরকার। আতিকুল ইসলাম বলেন, আমাদের চিরুনি অভিযানের মাধ্যমে আমরা আশা করব পর্যায়ক্রমে ঢাকা শহরে অনেক বড়বড় বিলবোর্ড, সাইনবোর্ড অবৈধভাবে স্থাপন করা হয়েছে। এগলো সম্পূর্ণ বেআইনী। এরকম কাজ থেকে বিরত থাকতে হবে। যারা এ রকম করেছেন তাদের ট্যাক্সের আওতায় আনা হবে। এ শহর আমাদের সকলের। উদ্বোধনের পরে মেয়র বছিলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, সুপার শপ, আবাসিক ভবন ইত্যাদি পরিদর্শন করেন।
×