ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের বিচার সময়ের দাবি ॥ খসরু

প্রকাশিত: ২৩:৫০, ২ সেপ্টেম্বর ২০২০

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের বিচার সময়ের দাবি ॥ খসরু

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলেছেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের বিচার করা সময়ের দাবি। ইতিহাসের এ বর্বোরচিত হত্যাকা- শুধু ব্যক্তি বিশেষকে হত্যা নয়, এটা ছিল একটি জাতি রাষ্ট্রকে হত্যার গভীর ষড়যন্ত্র। এ হত্যার নেপথ্যে কুশীলব ছিল মোস্তাক-জিয়া। জেনারেল জিয়া রাষ্ট্র ক্ষমতা দখল করে শুধু বঙ্গবন্ধুর হত্যার বিচারের দ্বার বন্ধ করে নাই, বরং খুনীদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করেছে। তাই সম্মুখ সারির কয়েকজন বিপথগামী সেনা সদস্যের মৃত্যুদ- কার্যকরের মধ্যে দিয়ে ইতিহাসের দায় পরিশোধ করা সম্ভব নয়। এ হত্যাকা-ের ষড়যন্ত্রকারী ও কুশীলবদের চিহ্নিত করার জন্য কমিশন গঠন ও বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং মুজিব শতবর্ষ উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু’র রাজনীতিতে প্রযুক্তি ভাবনা ও কাক্সিক্ষত সোনার বাংলা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট খসরু এসব কথা বলেন। সোমবার রাজধানীর আইডিইবি ভবনে সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবির সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি মোঃ খবির হোসেন ও সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মোতালেব।-বিজ্ঞপ্তি।
×