ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ হাজার ৫৪ নার্স নিয়োগ কেন অবৈধ নয়- রুল

স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণ তালিকা দাখিলের নির্দেশ

প্রকাশিত: ২৩:৪৯, ২ সেপ্টেম্বর ২০২০

স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণ তালিকা দাখিলের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ দ্য মেডিক্যাল প্র্যাকটিস এ্যান্ড প্রাইভেট ক্লিনিকস এ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুসারে নীতিমালা প্রনয়ণের খসড়া চূড়ান্ত করার বিষয়ে সর্বশেষ তথ্য আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে দেশের সব বেসরকারী ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণের নতুন তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে সরকারী কর্মকমিশনের (পিএসসি) সুপারিশকৃত পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ‘নামের সঙ্গে মিল থাকায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির পরিবর্তে ভোলার দিনমজুর মোঃ লিটন কারাগারে রয়েছে’ মর্মে করা রিটের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বইয়ের মেধাস্বত্ব চুরি ও গ্রন্থস্বত্ব জালিয়াতির অভিযোগের ঘটনায় এক সাংবাদিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিটের শুনানি আজ বুধবার নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। দেশের সব বেসরকারী ক্লিনিক, হাসপাতাল, ল্যাবেরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণের নতুন তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাঁচ হাজার ৫৪ নার্স নিয়োগ কেন অবৈধ নয় ॥ সরকারী কর্মকমিশনের (পিএসসি) সুপারিশকৃত পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ৫১ জনের নিয়োগ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারির আদেশ দেয়। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক ও ব্যারিস্টার বিভূতি তরফদার। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা সামসাদ। রিট আবেদনে বলা হয়, চার হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য ২০১৭ সালের ১০ আগস্ট বিজ্ঞপ্তি জারি হয়। ওই বিজ্ঞপ্তির আলোকে ১৬ হাজারের বেশি আবেদনকারী পরীক্ষায় অংশ নেন। পিএসসি ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ হন ১১ হাজার ৩৫৭ জন। কারাগারে ভুল লিটন- তদন্তের নির্দেশ ॥ নামের সঙ্গে মিল থাকায় ‘দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির পরিবর্তে ভোলার দিনমজুর মোঃ লিটন কারাগারে রয়েছে’ মর্মে করা রিটের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঢাকার ২নং বিশেষ জজ আদালতকে এ বিষয়ে তদন্ত করার জন্য বলেছে উচ্চ আদালত। একইসঙ্গে তদন্তে ভুল আসামি প্রমাণ পেলে লিটনকে মুক্তি দেয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ (ভার্চুয়াল) এ আদেশ দেয়। আদালতে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং কারাবন্দী মোঃ লিটনের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, ইয়াদিয়া জামান ও মোঃ শাহিনুজ্জামান। বই নিয়ে জালিয়াতি রিটের শুনানি আজ ॥ দেশের প্রাথমিক বিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু কর্নার’এর জন্য বই কেনায় ‘জালিয়াতি ও অনিয়ম’ করে বইয়ের মেধাস্বত্ব চুরি ও গ্রন্থস্বত্ব জালিয়াতির ঘটনায় একটি টেলিভিশন চ্যানেলের এক জ্যেষ্ঠ প্রতিবেদকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানির জন্য আজ বুধবার দিন ঠিক করেছে হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
×