ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগস্টে মূল্যস্ফীতি পাঁচ দশমিক ৬৮ ভাগ

প্রকাশিত: ২২:৫২, ২ সেপ্টেম্বর ২০২০

আগস্টে মূল্যস্ফীতি পাঁচ দশমিক ৬৮ ভাগ

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের আগস্ট মাসে মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৫ ভাগ থেকে পাঁচ দশমিক ৬৮ ভাগ হয়েছে। জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল পাঁচ দশমিক ৫৩ ভাগ। মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বিবিএসের দেয়া সর্বশেষ প্রতিবেদনে তথ্য প্রকাশ করে এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিবিএসের দেয়া তথ্যানুযায়ী চলতি ২০২০-২১ অর্থবছরে সূচনা থেকেই এই মূল্যস্ফীতির হার বৃদ্ধিটা মাথাচাড়া দিয়ে উঠেছে। গত জুলাই মাসে সার্বিক হার ছিল ৫.৫৩ শতাংশ। আগস্টে এই হার বেড়ে হয়েছে ৫.৬৮ শতাংশ। আগস্ট মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৬ দশমিক ০৮ শতাংশ। যা জুলাই মাসে ছিল ৫ দশমিক ৭০ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার কমে ৫ দশমিক ০৫ শতাংশ। যা আগের মাসে ছিল ৫ দশমিক ২৮ শতাংশ। গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে আগস্টে হয়েছে ৫ দশমিক ৬০ শতাংশ। যা জুলাইতে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার হয়েছে ৬ দশমিক ০৯ শতাংশ। যা জুলাই মাসে ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৪ দশমিক ৭০ শতাংশ।
×