ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুল চাহিদাপত্র জমা দেয়া শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

প্রকাশিত: ২২:৫২, ২ সেপ্টেম্বর ২০২০

ভুল চাহিদাপত্র জমা দেয়া শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ নিয়োগের জন্য ত্রুটিপূর্ণ ও ভুল চাহিদাপত্র জমা দেয়া শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। ত্রুটিপূর্ণ ও ভুল চাহিদাপত্র দেয়া শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে তালিকা পাঠাতে বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, এর আগে গত ২০ আগস্ট বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৩১ আগস্ট পর্যন্ত সংশোধিত চাহিদাপত্র পাঠাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সময় বাড়িয়ে শেষ সুযোগ দেয়। ওই সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়ে বলা হয়, ভুল চাহিদাপত্র পাঠালে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে। শূন্য পদ না থাকলেও শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএ’র কাছে শিক্ষক নিয়োগের চাহিদাপত্র পাঠায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এতে শত শত শিক্ষক নিয়োগের পর এমপিও বঞ্চিত হন। এছাড়া ২০১৮ সালের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা না মেনে আগের নীতিমালায় শিক্ষক নিয়োগের চাহিদা দেয়া হয়। ওই চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেয়ার পর এমপিও বঞ্চিত হন নিয়োগ পাওয়া শিক্ষকরা। এছাড়া এনটিআরসি’র সুপারিশের পরও অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হয়েছেন।
×