ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা-১৮ ॥ উপনির্বাচনে মনোনয়ন পেতে নেতাকর্মী নিয়ে অবস্থান-

প্রকাশিত: ২২:৫১, ২ সেপ্টেম্বর ২০২০

ঢাকা-১৮ ॥ উপনির্বাচনে মনোনয়ন পেতে নেতাকর্মী নিয়ে অবস্থান-

বিশেষ প্রতিনিধি ॥ প্রয়াত আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়ন পেতে শতাধিক নেতাকর্মীকে নিয়ে ধানম-ির দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। তারা এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। পাঁচটি শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪১ জনের মধ্যে ঢাকা-১৮ আসন থেকেই দলের মনোনয়ন ফরম কিনেছেন নাজমা আক্তারসহ সর্বাধিক ৫৬ জন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত রবিবার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার পর পাবনা-৪ আসনের মনোনয়ন ঘোষণা করা হলেও ঢাকা-১৮সহ বাকি চারটি আসনের প্রার্থিতা ঘোষণা করা হয়নি। এই চারটি আসনে প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষমতা দলীয় সভানেত্রী শেখ হাসিনার ওপর অর্পণ করেন সংসদীয় বোর্ডের সদস্যরা। কিন্তু এরই মধ্যে ঢাকা-১৮ আসন থেকে আহসান হাবীব মনোনয়ন পেয়েছেন বলে মঙ্গলবার গুঞ্জন শুরু হলে মনোনয়নপ্রত্যাশী নাজমা আক্তার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় শতাধিক সমর্থককে নিয়ে ধানম-ির কার্যালয়ে এসে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানম-িতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গেলে যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী তার সঙ্গে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপরও নেতাকর্মীদের নিয়ে সেখানেই অবস্থান করেন নাজমা আক্তার।
×