ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সম্পাদকম-লীর সভা আজ

সচল হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড

প্রকাশিত: ২২:৪০, ২ সেপ্টেম্বর ২০২০

সচল হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড

বিশেষ প্রতিনিধি ॥ প্রায় ছয় মাস পর আবার সচল হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড। ভয়াল করোনা মহামারী, দীর্ঘস্থায়ী বন্যা এবং শোকের মাস আগস্টের কারণে স্থবির হয়ে পড়া মাঠের রাজনীতি ফের চাঙ্গা করে তুলতে স্বাস্থ্যবিধি মেনেই চলতি মাস থেকে তৃণমূলে সাংগঠনিক তৎপরতা শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে চলতি মাসেই একগুচ্ছ কর্মসূচী নিয়ে মাঠে নামার পরিকল্পনা নিয়েছে দলটি। স্থবির হয়ে পড়া দলের সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা করতে সার্বিক পরিকল্পনা গ্রহণের জন্য আজ বুধবার আওয়ামী লীগের সম্পাদকম-লীর সভা আহ্বান করা হয়েছে। এছাড়া চলতি মাসেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকও অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই বৈঠকে সাংগঠনিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এ প্রসঙ্গে মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কর্মকা- পরিচালনার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আমাদের শোকের মাস শেষ হয়েছে। তাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে শুরু করার আহ্বান জানাচ্ছি। আজ দলের সম্পাদকম-লীর সভায় কিছু নির্দেশনা আসবে জানিয়ে তিনি বলেন, এ মাসে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে। ঘরোয়া এবং দলীয় কর্মসূচী সীমিত আকারে চালু থাকলেও করোনার কারণে মার্চের প্রথম সপ্তাহ থেকেই রাজপথে আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। রাজনীতির পরিবর্তে করোনা মহামারীতে অসহায় হয়ে পড়া মানুষকে সাহায্য-সহযোগিতার কাজে গত প্রায় ৬ মাস ধরেই আওয়ামী লীগ তার পুরো সাংগঠনিক শক্তি ব্যবহার করে দেশের রাজনীতিতে একটি উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়। জীবনের ঝুঁকি নিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে এমনকি দুর্গম এলাকা পর্যন্ত ছুটে গিয়ে সরকারের পাশাপাশি দলীয়ভাবে অসহায় মানুষকে সহযোগিতা, করোনায় মৃত মানুষের লাশ দাফন/সৎকার, কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে তাদের বাসায় পৌঁছে দেয়ার মতো মানবিক কর্মকা- পরিচালনা করে সাধারণ মানুষের আস্থা অর্জনেও সক্ষম হন। আর এসব কাজ করতে গিয়ে দলটির অসংখ্য নেতাকর্মীকে জীবন পর্যন্ত উৎসর্গ করতে হয়েছে। করোনার পাশাপাশি ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফান ও দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাদের সব ধরনের সহযোগিতা করার মাধ্যমে রাজনৈতিকভাবে মানবিক উদাহরণ সৃষ্টির পাশাপাশি সারাদেশেই বিদ্যমান দলীয় শক্তিশালী সাংগঠনিক শক্তি চোখে আঙ্গুল দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে দেখাতে সক্ষমও হয়েছে দলটি। তবে এ ছয় মাস মানবিক কর্মকা-ে জড়িত থাকলেও রাজপথে সাংগঠনিক সব ধরনের কর্মকা- প্রায় বন্ধ রয়েছে। থমকে থাকা দলের সাংগঠনিক কর্মসূচীকে সচল করতেই সেপ্টেম্বর থেকেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতি নির্ধারকরা। দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, করোনা মহামারী থাকলেও স্বাস্থ্যবিধি মেনেই চলতি মাস থেকে একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচী নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগ। ঝিমিয়ে পড়া সাংগঠনিক কর্মকা-কে বেগবান, তৃণমূলের সম্মেলনের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন, করোনার কারণে বন্ধ থাকা সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একইসঙ্গে পাঁচটি সংসদীয় শূন্য আসনের উপ-নির্বাচনেও পূর্ণাঙ্গ সাংগঠনিক শক্তি নিয়ে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে মাঠে নামবে আওয়ামী লীগ। দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, দলীয় কর্মসূচীগুলোর সফল বাস্তবায়নে কেন্দ্রীয় নেতাদের নানা পরিকল্পনা ও সিদ্ধান্তগুলো শীঘ্রই দলের সব পর্যায়ের নেতাকর্মীকে জানিয়ে দেয়া হবে। চলতি সপ্তাহে কিংবা আগামী সপ্তাহে দলের কার্যনির্বাহী সভা করা হবে। সেখানে কেন্দ্রীয় কমিটির শূন্যপদ পূরণ করাসহ নানা বিষয়ে আলোচনা শেষে বেশকিছু সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর এ সাংগঠনিক কর্মসূচীতে দলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত এবং সংগঠন থেকে বহিষ্কারের ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্তগুলোও বাস্তবায়ন করা হবে। গত মার্চ থেকে দেশে করোনা শুরু হয়। এরমধ্যেই আসে ঘূর্ণিঝড় আম্ফান। পরবর্তীতে বন্যার আঘাত। করোনা, আম্ফান এবং বন্যায় মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ। তবে স্থবির হয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম। জেলা-উপজেলা সম্মেলন বন্ধ হয়ে যায়। এরপর আসে শোকের মাস আগস্ট। এসব কারণে আওয়ামী লীগ চলতি মাস থেকেই বন্ধ থাকা সাংগঠনিক কর্মকা-সহ ঝুলে থাকা বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম জনকণ্ঠকে বলেন, করোনা, ঘূর্ণিঝড় আম্ফান এবং দীর্ঘস্থায়ী বন্যা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি করা, দলের সাংগঠনিক কর্মকা- আরও বিস্তৃত করার মাধ্যমে জনগণের প্রিয় দল আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বৃদ্ধি ও গ্রহণযোগ্য করাসহ সাংগঠনিক কর্মসূচী নিয়ে সম্পাদকম-লীর বৈঠকে আলোচনা হবে। এ মাসেই দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়াও আমাদের অন্যতম কাজ হবে দলে অনুপ্রবেশকারী ও দলের নাম ভাঙ্গিয়ে ভাবমূর্তি ক্ষুণœœকারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতোপূর্বে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী তাদের দল থেকে বের করার বিষয়েও বিস্তারিত আলোচনা হবে। সাংগঠনিক পরিকল্পনা গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নেতা জানান, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগের সম্মেলন শেষ হলেও করোনার কারণে কমিটিগুলো পূর্ণাঙ্গ করা যায়নি। চলতি মাস থেকেই কমিটিগুলো পূর্ণাঙ্গ করে সারাদেশে সংগঠনগুলোর তৎপরতা গতিশীল করার উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে ৩১টি জেলা সম্মেলন হয়েছে। এর মধ্যে মাত্র ৬টি জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠিয়েছে। বাকিরা এখনও দেয়নি। এ জেলাগুলোকে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে পাঠানোর ব্যাপারে তাগাদা দেয়া হবে। দলীয় সূত্রগুলো জানায়, চলতি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাংগঠনিক কর্মসূচী নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ ছাড়াও বিভিন্ন উপ-কমিটিসহ নানা জায়গায় বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ অনেকের অনুপ্রবেশ ঘটেছে। এসব বিতর্কিত ব্যক্তিদের নিয়ে দলের ভেতরে যে এক ধরনের অস্বস্তি সৃষ্টি হয়েছে, এটা দূর করতে করনীয় নির্ধারণ করা হবে। একইসঙ্গে এসব বিতর্কিত ব্যক্তিরা কার হাত ধরে উপ-কমিটিসহ দলের বিভিন্ন পদ-পদবী নিতে পেরেছে, এ বিষয়টিও জোরালোভাবে তুলে ধরা হবে।
×