ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জুলাইয়ে দেড় হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণ

প্রকাশিত: ২১:৩৪, ২ সেপ্টেম্বর ২০২০

জুলাইয়ে দেড় হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছে এক হাজার ৫০৯ কোটি টাকা। এ অঙ্ক আগের মাসের চেয়ে ৬৪ শতাংশ কম। চলতি বছরের জুনে ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছিল চার হাজার ১৪৮ কোটি টাকা। তবে জুনের চেয়ে জুলাইয়ে কৃষিঋণ বিতরণ কমলেও আগের বছরের একই সময়ের তুলনায় ঋণ বেড়েছে প্রায় ৫৪ শতাংশ। গত বছর জুলাইয়ে কৃষককে ৯৭৭ কোটি টাকা ঋণ দিয়েছিল ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। করোনার প্রাদুর্ভাব শুরুর সময়ও কৃষি খাতের উৎপাদন সচল ছিল। তাই মহামারীতে ঋণ বেশি প্রয়োজন ছিল কৃষকের। কিন্তু ব্যাংকগুলো তাদের সঠিক সময়ে ঋণসহায়তা দেয়নি। ফলে প্রথমবারের মতো গেল অর্থবছরে কৃষিঋণ বিতরণে নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় ব্যাংকগুলো। গত ২০১৯-২০ অর্থবছরে কৃষকের জন্য ২৪ হাজার ১২৪ কোটি টাকা ঋণ বরাদ্দ রেখেছিল ব্যাংকগুলো। কিন্তু অর্থবছর শেষে এ খাতের ঋণ বিতরণের পরিমাণ দাঁড়ায় ২২ হাজার ৭৪৯ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছরে লক্ষ্যের চেয়ে ৫ দশমিক ৬৯ শতাংশ বা এক হাজার ৩৭৫ কোটি টাকার ঋণ বিতরণ কম হয়েছে।
×