ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিয়ালের কামড়ে আহত ১৪

প্রকাশিত: ২১:১৪, ২ সেপ্টেম্বর ২০২০

শিয়ালের কামড়ে আহত ১৪

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১ সেপ্টেম্বর ॥ জেলার কটিয়াদীতে নারী-পুরুষসহ অন্তত ১৪ জনকে পাগলা শিয়ালে কামড়িয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত রতন দেবনাথকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এই ঘটনাটি ঘটে। মানুষকে আক্রমণের একপর্যায়ে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে ওই পাগলা শিয়ালটিকে ঘিরে ফেলে এবং পিটিয়ে মেরে ফেলে। জানা যায়, সকাল ৭টার দিকে টিপটিপ বৃষ্টি মাথায় নিয়ে কটিয়াদী পূর্বপাড়া মহল্লার রোজিনা খাতুন(৪০) হাসপাতালের দিকে যাওয়ার সময় একটি পাগলা শিয়াল পেছন দিক থেকে দৌঁড়ে এসে পায়ে কামড় দেয়। নারীদের উন্নয়নে সভা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১ সেপ্টেম্বর ॥ উপজেলার পরিপত্র অনুযায়ী সকল উন্নয়ন কাজে জনপ্রতিনিধিত্বকারী নারীদের জন্য বাৎসরিক বাজেটের ৩ ভাগ ও পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের ২৫ ভাগ নারী সদস্যের মাধ্যমে বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নারী উন্নয়ন ফোরাম সদর উপজেলা শাখা। মঙ্গলবার দুপুরের সদর উপজেলা পরিষদ নারী উন্নয়ন ফোরাম আয়োজিত এ কর্মসূচী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন প্রদক্ষিণের পর চৌরাস্তা ও সদর উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মানববন্ধনে অংশ নেয়। সভায় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, সহসভাপতি পৌর মহিলা কাউন্সিলর দ্রোপোদি দেবী আগরওয়ালা ও সদস্য পৌর মহিলা কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না বক্তব্য রাখেন।
×