ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে বজ্রপাতে ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২১:১৩, ২ সেপ্টেম্বর ২০২০

কুড়িগ্রামে বজ্রপাতে ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ীতে বজ্রঘাতে আরিফ হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বানিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের এইচ এস সি পরীক্ষার্থী। স্থানীয়রা জানায়, বৃষ্টি আসার কারণে চর-কুটিবাড়িতে শ্যালো মেশিনটি পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে নীলকমল নদীতে কলার ভেলায় করে যাওয়ার পথেই বজ্রপাতের ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জে যুবক সংবাদদাতা নান্দাইল থেকে জানান, উপজেলায় বজ্রপাতে জাহাঙ্গীর মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তেরছাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। জাহাঙ্গীর ওই গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। জানা গেছে, মঙ্গলবার সকালে জাহাঙ্গীর বাড়ির পাশে তার ফিসারিতে কাজ করছিল। তখন হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। সুন্দরগঞ্জে কৃষক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সুন্দরগঞ্জ উপজেলার চড়কাবাড়ি গ্রামে মঙ্গলবার সকালে বজ্রপাতে জাকারিয়া ইসলাম নয়ন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত জাকারিয়া ইসলাম নয়ন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া গ্রামের সিরাজুল ইসলামে ছেলে। স্থানীয়রা জানায়, জাকারিয়া ইসলাম নয়ন তার পিতাসহ বাড়ির পাশে চড়কাবাড়ি নামক গ্রামে জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে দুই জনেই পাশে থাকা পরিত্যক্ত ডিজেলচালিত শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জাকারিয়া মারা যায় ও তার পিতা সিরাজুল ইসলাম আহত হয়।
×