ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিনেমার ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২১:১৩, ২ সেপ্টেম্বর ২০২০

সিনেমার ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, ১ সেপ্টেম্বর ॥ সাত বছরের ৪/৫ জন শিশু মিলে স্টার জলসার অভিনয় করছিল। এমন সময় পুতুলা নামে এক শিশু ঘরের বৈদ্যুতিক পাখায় ওড়না পেঁচিয়ে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে পাখার সঙ্গে ওড়নাটি আটকে যায়। মুহূর্তের মধ্যে পুতুলার করুণ মৃত্যু ঘটে। পুতুলা মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের সায়েব আলীর মেয়ে। তার পিতা সায়েব আলী জানান, মঙ্গলবার দুপুরে পুতুলা বেগম তার সমবয়সী খেলার সাথীদের নিয়ে সিনেমার অভিনয় করছিল। এমন সময় পুতুলা বেগম ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না জড়িয়ে যায়। তার সঙ্গের শিশুরা চিৎকার শুরু করলে পুতুলাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রূপগঞ্জে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রূপগঞ্জের পাচাই খাঁ এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। সোমবার রাত পৌনে ২টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সজীব আহম্মেদ ওরফে সজীব (২৪) ও মোঃ নুরে আলম ওরফে নুরা (২৪)। এ সময় অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে আদায়কৃত ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের গ্রামের বাড়ি রূপগঞ্জের ভুলতা এলাকায়। গ্রেফতারকৃতরা একটি পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশ এলাকায় অপহরণ কার্যক্রম করে আসছিল। আসামিরা সোমবার নারায়ণগঞ্জে কালিয়া আলমবাদ এলাকায় কাঞ্চন ব্রিজ রোড থেকে সিএনজির গতিরোধ করে গলায় দেশীয় অস্ত্র ধরে ভিকটিমের কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে হাত-পা ও চোখ বেঁধে গভীর জঙ্গলে নিয়ে নির্যাতন করতে থাকে।
×