ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ছবি ভাংচুর

জামায়াতের এমপিসহ ছয়জন কারাগারে

প্রকাশিত: ২১:১৩, ২ সেপ্টেম্বর ২০২০

জামায়াতের এমপিসহ ছয়জন কারাগারে

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড ১ সেপ্টেম্বর ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরের ঘটনায় জামায়াতের সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম ও আইআইইউসি শিক্ষকসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেনের আদালতে এ আদেশ দেন। কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত জামায়াত নেতারা হলেন- সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, অধ্যাপক আহসান উল্লাহ চৌধুরী, ড. মাহবুব রহমান, ড. কাওসার, মোঃ শফিকুল আলম ও নিজাম উদ্দিন। আসামিদের নিম্ন আদালতে হাজির হতে নির্দেশনা দিয়েছিলেন। মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে রাষ্ট্রপক্ষ তার বিরোধীতা করে। পরে আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। সীতাকু- থানার ওসি তদন্ত সুমন বণিক বলেন, কুমিরা এলাকায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি উক্ত আসামিরা বেআইনীভাবে বিভিন্ন প্রকার আগ্নেযাস্ত্র, লোহার রড়, রামদাসহ আসামিদের কু-প্ররোচনায় প্রতিষ্ঠানের শিবিরের সশস্ত্র ক্যাডারগণ বিশ্ববিদ্যালয় কার্যালয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১ সেপ্টেম্বর ॥ হরিপুরে পুকুরের পানিতে ডুবে ফাহিমা (৩) ও ফারজানা (৪) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। জানা গেছে, হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বরমপুর-পীরহাট গ্রামের ফারুক হোসেনের কন্যা ফাহিমা ও ফারজানা সোমবার রাত ৮টার দিকে বাড়ির উঠানে বসে খেলা করছিল। এক পর্যায়ে তারা বাড়ির লোকজনের অগোচরে বাড়ির বাইরে চলে যায়। পরে বাড়ির পাশে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
×