ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২১:০৬, ২ সেপ্টেম্বর ২০২০

নৌবাহিনীর ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১ সেপ্টেম্বর ॥ সাটুরিয়া উপজেলার বরাইদ ও তিল্লি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ শত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার বেলা ১১টার দিকে দুইটি ইউনিয়নে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রথমে বরাইদ ইউনিয়ন পরিষদ চত্বরে ৬ শতাধিক পরিবারের মাঝে এবং এর পরে তিল্লি ইউনিয়ন পরিষদ চত্বরে ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশালাই, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলটে তুলে দেয়া হয়। এসময় নৌবাহিনীর লে. কমান্ডার সোলায়মান কবির, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, বরাইদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, তিল্লি ইউপি চেয়ারম্যান মোঃ মুরছালিন বাবু উপস্থিত ছিলেন। এ্যাম্বুলেন্সে মাদক পাচার নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১ সেপ্টেম্বর ॥ ঝিনাইদহের মহেশপুর পৌরসভা এলাকা থেকে এ্যাম্বুলেন্স যোগে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- যশোর কোতোয়ালি থানার রায়পাড়া গ্রামের মাজহারুল ইসলাম সাগর (২৫), মথুরাপুর গ্রামের রুবেল হোসেন (২৭) ও সুলতানপুর গ্রামের ইমরান হোসেন। পুলিশ জানান, যশোর পঙ্গু হাসপাতালের এ্যাম্বুলেন্স যোগে মহেশপুরের সীমান্ত এলাকা থেকে যশোরে মাদক পাচার করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রাতে মহেশপুর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি এ্যাম্বুলেন্সের গতি রোধ করে তল্লাশি করলে ২২৫ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
×