ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাউফলে জোড়া খুনে জড়িতদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ২১:০৫, ২ সেপ্টেম্বর ২০২০

বাউফলে জোড়া খুনে জড়িতদের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১ সেপ্টেম্বর ॥ বাউফলে যুবলীগ নেতা রুমন ও ইশাতের খুনীদের গ্রেফতার দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কেশবপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবং নিহত যুবলীগ নেতা রুমনের বড়ভাই সালেহ উদ্দিন পিকু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহত যুবলীগ নেতা রুমনের মা ফাতিমা বেগম, মামলার বাদী ও বড়ভাই মফিজ উদ্দিন মিন্টু, জিয়া উদ্দিন সুজন, বোন জেবুন্নাহার অনি, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম টিটুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও ওই ইউপির সকল সদস্য উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সালেহ উদ্দিন পিকু বলেন, জোড়া খুন মামলার প্রধান আসামি ও কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মামলা তুলে নিতে নিহতদের পরিবারের সদস্যদের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিচ্ছেন। উল্লেখ্য, গত ২ আগস্ট সন্ধ্যায় কেশবপুর বাজারে প্রতিপক্ষের হাতে কেশবপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুমন ও তার চাচাত ভাই যুবলীগ কর্মী ইশাত খুন হন।
×