ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসন দাবিতে সমাবেশ

প্রকাশিত: ২১:০৩, ২ সেপ্টেম্বর ২০২০

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসন দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে পৌরসভার সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করে মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা নাগরিক কমিটি। নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ আবু আহমেদ, আবুল কালাম আজাদ, আজাদ হোসেন বেলাল, আনোয়ার জাহিদ তপন, মাধব চন্দ্র দত্ত, অপরেশ পাল প্রমুখ। বক্তারা বলেন, শহরের এক তৃতীয়াংশ অংশ মরিচ্চাপ ও বেতনা নদীর পানির চাপে বছরের ছয় মাস জলাবদ্ধ থাকে। এরপরও বিধি না মেনে যেখানে সেখানে গৃহনির্মাণের অনুমতি দেয়া এবং পৌরসভার মধ্যেই অপরিকল্পিতভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে পানি নিষ্কাশনের সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। এ কারণে সাম্প্রতি জোয়ার ও বৃষ্টির পানিতে সাতক্ষীরা পৌরসভার দুই লাখ জনগোষ্ঠীর বেশিরভাগই এখন পানিবন্দী হয়ে পড়েছে। বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন। যাতায়াতের পথ এবং কর্মসংস্থান হারিয়ে মানুষের জীবনযাত্রা ব্যহত হবার উপক্রম হয়েছে। একইসঙ্গে শহরের প্রানসায়ের খাল বর্জ্যে পরিণত হয়েছে।
×