ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিভাময়ী নৃত্যশিল্পী অরবা

প্রকাশিত: ০০:০৩, ১ সেপ্টেম্বর ২০২০

প্রতিভাময়ী নৃত্যশিল্পী অরবা

স্টাফ রিপোর্টার ॥ তরুণ প্রতিভাময়ী নৃত্যশিল্পী অরবা বারাকাত। খুদে নৃত্যশিল্পী হিসেবে শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত অংশগ্রহণকারী। ঘরবন্দী জীবনেও থেমে নেই তার নৃত্যচর্চা। মা মেরিনা সুলতানার নির্দেশনায় বাসায় নিয়মিত নৃত্য চর্চা করে চলেছেন। বাবা মোঃ রফিকুল হাকিমও একজন সংস্কৃতিমনা মানুষ। অরবা ভবিষ্যতে সে নাচ নিয়ে উচ্চশিক্ষা নিতে আগ্রহী। খুদে নৃত্যশিল্পী হিসেবে ২০১৯ সালে ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য বাংলাদেশ শিশু একাডেমির জুরিবোর্ডের মূল্যায়নে অরবাসহ ১৭ জনকে ইউক্রেনে পাঠানোর জন্য নির্বাচন করা হয়। ভিসা প্রসেসিং জটিলতায় সে বছর ফেস্টিভ্যালে অংশ নিতে পারেনি। এ বছরও ইউক্রেন সফরের জন্য ১৫ সদস্যের টিমে সে নির্বাচিত হয়। করোনা মাহামারীর কারণে এটাও সম্ভব হয়নি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ছাত্রী হিসেবে নিয়মিত তালিম নিচ্ছে ভরতনাট্যাম গুরু অমিত চৌধুরীর কাছে। সে বর্তমানে বাংলাদেশ বুলবুল ললিতকলা একাডেমির চতুর্থ বর্ষের ছাত্রী। অনলাইনে এটিএন বাংলা আয়োজিত সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ডান্স কম্পিটিশনে আবরা একজন অংশগ্রহণকারী। সার্কভুক্ত দেশগুলোর বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় অরবা ক গ্রুপে (বয়স ১০-১৮) অংশগ্রহণকারী। বাংলাদেশের ২০ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক বাছাই পর্ব শেষ হয়েছে। শীঘ্রই এটিএন বাংলায় প্রচারিত হবে সমগ্র বিশ্বে প্রথম এই আয়োজন। ছোট্টবেলায় যখন অরবার বোন নাচ শিখতে যেত ওস্তাদ শফিকুর রহমানের কাছে। তখন সে মায়ের কোলে সঙ্গে যেত। হাঁটি হাঁটি পা পা করে সে যখন বড় হয় তখন গুরুজি বলতেন ওকে কোল থেকে নামিয়ে দেন। হাত পা ছুড়ে তখন থেকেই মূলত অরবার নাচের প্রতি ঝোঁক বাড়তে থাকে। পরে প্রায় পাঁচ ছয় বছর সে একই গুরুর কাছে তালিম নেয়।
×