ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টি২০তে বাবরের দ্রুত ১৫ শ’ রানের রেকর্ড

প্রকাশিত: ২৩:৪০, ১ সেপ্টেম্বর ২০২০

টি২০তে বাবরের দ্রুত ১৫ শ’ রানের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ওল্ডট্র্যাফোর্ডে দ্বিতীয় টি২০তে ইংল্যান্ডের কাছে হেরে গেছে পাকিস্তান। তবে এদিন ব্যক্তিগত ৫৬ রানের পথে ৩৯ রান করেই দ্রুত ১৫০০ রানের মাইলফলকে বিরাট কোহলি ও এ্যারন ফিঞ্চের সঙ্গে ভাগ বসিয়েছেন এই পাকিস্তানী। তিনজনই এই কীর্তি গড়তে ৩৯টি টি২০ ইনিংস খেলছেন। তবে একটা জায়গায় কোহলিকেও পেছনে ফেলে দিয়েছেন ২৫ বছর বয়সী বাবর। কমপক্ষে ৫০০ রান করেছেন, আন্তর্জাতিক টি২০তে এমন ব্যাটসম্যানদের মধ্যে তার গড়ই (৫০.৯০) সবচেয়ে বেশি। ৫০.৮০ গড়ে কোহলি দ্বিতীয়, যদিও ভারত অধিনায়ক বাবরের (৪০ ম্যাচ) চেয়ে দ্বিগুণেরও বেশি ম্যাচ (৮২) খেলেছেন। উল্লেখ্য, ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরমেটের দ্রুততম ৫০০ এবং ১০০০ রানের রেকর্ডও পাকিস্তান অধিনায়ক বাবরের দখলে। আর এদিন ৬৯ রানের দুর্দান্ত ইনিংসের পথে পাকিস্তানের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানের মাইলফলকে প্রবেশ করেছেন মোহাম্মদ হাফিজ। ৯৩ ম্যাচে তার নামের পাশে ২০৬১ রান। হাফিজের আগে টি২০তে ২ হাজার রান করা অন্য ব্যাটসম্যানরা হলেন বিরাট কোহলি (২৭৯৪), রোহিত শর্মা (২৭৭৩), গাপটিল (২৫৩৬), শোয়েব মালিক (২৩৩৫), ইয়ন মরগান (২২১৮), ডেভিড ওয়ার্নার (২২০৭), ম্যাককুলাম (২১৪০) এবং পল স্টার্লিং (২১২৪)। মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের
×