ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জার্মানির বর্ষসেরা লেভানডোস্কি

প্রকাশিত: ২৩:৩৯, ১ সেপ্টেম্বর ২০২০

জার্মানির বর্ষসেরা লেভানডোস্কি

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত একটা মৌসুম পার করেছে বেয়ার্ন মিউনিখ। দীর্ঘদিন পর আবারও ত্রিমুকুট জয়ের নজির গড়েছে জার্মান বুন্দেসলিগার জায়ান্ট ক্লাবটি। যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বেয়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। তারই পুরস্কার হিসেবে এবার জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রবার্ট লেভানডোস্কি। ফুটবল সাময়িকী কিকারের আয়োজনে সাংবাদিকদের ভোটে সেরা নির্বাচিত হয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা ফুটবলার। ক্লাব সতীর্থ থমাস মুলার ও জশুয়া কিমিচকে বিশাল ব্যবধানে পেছনে ফেলে সেরা হয়েছেন লেভানডোস্কি। ২৭৬ ভোট পেয়েছেন লেভানডোস্কি। দ্বিতীয় হওয়া মুলার ৫৪ আর কিমিচ পেয়েছেন ৪৯ ভোট। সেরার স্বীকৃতি পাওয়ার পর কিকারকে লেভানডোস্কি বলেন, ‘আমি খুবই গর্বিত। দর্শকদের প্রত্যাশা দিন দিন বেড়েই চলেছে। প্রতিবছর আমি সেটা পূরণের চেষ্টা করব।’
×