ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঋণের সুদ ৯ শতাংশের বেশি কোনভাবেই নেয়া যাবে না

প্রকাশিত: ২৩:১৫, ১ সেপ্টেম্বর ২০২০

ঋণের সুদ ৯ শতাংশের বেশি কোনভাবেই নেয়া যাবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব ধরনের ঋণে সর্বোচ্চ ৯ শতাংশের বেশি সুদ নেয়া যাবে না মর্মে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি সুদহার নিয়ন্ত্রণে আগের সার্কুলার বাতিল করা হয়েছে। জানা গেছে, আগে ব্যাংকগুলো ইচ্ছেমত সুদহার বাড়াত। কেন্দ্রীয় ব্যাংক তা নিয়ন্ত্রণে দুই বছর আগে নির্দেশনা জারি করে। এখন যেহেতু ঋণের সুদ ৯ শতাংশের বেশি নেয়ার সুযোগ নেই; তাই সুদহার নিয়ন্ত্রণে আগের জারি করা সার্কুলার বাতিল করা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে।
×