ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো শীঘ্রই পিপিইর ভিত্তিতে চালু হবে ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৩:১৪, ১ সেপ্টেম্বর ২০২০

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো শীঘ্রই পিপিইর ভিত্তিতে চালু হবে ॥ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, সরকার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকদের সমুদয় আর্থিক সুযোগ সুবিধা প্রদান করে তাদের অব্যাহতি দিয়েছে। দেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আছে, বিজেএমসি আছে এবং অতি শীঘ্রই খুলনাসহ দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পিপিই-এর ভিত্তিতে চালু হবে। তাই রাষ্ট্রীয় সম্পদ পাটকলগুলোর রক্ষণাবেক্ষণ ও তদারকি করা মিলগুলোর প্রকল্প প্রধান এবং মিলে কর্মরত সরকারী কর্মকর্তা-কর্মচারীর রাষ্ট্রীয় ও নৈতিক দায়িত্ব। সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
×