ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বমূর্তিতে ভাদ্র ॥ ভ্যাপসা গরমে অস্বস্তি

প্রকাশিত: ২৩:১৩, ১ সেপ্টেম্বর ২০২০

স্বমূর্তিতে ভাদ্র ॥ ভ্যাপসা গরমে অস্বস্তি

স্টাফ রিপোর্টার ॥ কথায় বলে ভাদ্রের গরমে তাল পাকে। দীর্ঘ বৃষ্টি ও বন্যা পেরিয়ে এবার স্বমূর্তিতে হাজির হয়েছে ভাদ্র। প্রকৃতিতে শুরু হয়েছে ভ্যাপসা গরম। গুমোট প্রকৃতিতে যেন টিকে থাকাই মুশকিল। আবহাওয়া অফিস জানিয়েছে সাগরে লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে। কিন্তু বাতাসে মিশে থাকা জলীয় কণা গরম হয়ে ভ্যাপসা ও গুমোট পরিবেশ তৈরি হয়েছে। ফলে হঠাৎ অস্বস্তির মাত্রাটা বেড়ে গেছে। তারা জানান, ভাদ্রের এই ভ্যাপসা গরম থাকবে বেশ কিছুদিন। প্রকৃতিতে এখন চলছে ভাদ্র মাস। কথায় বলে ভাদ্র মাসের গরমে তাল পাকে। কিন্তু এবারের ভাদ্রের শুরুতেই বৃষ্টি দাপট দেখিয়েছে। ফলে মাসের শুরুতে ভাদ্রের চিরচেনা রূপটি বোঝা যায়নি। কিন্তু বৃষ্টি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বমূর্তিতে হাজির হয়েছে ভাদ্র। বিশেষজ্ঞরা বলছেন বর্ষার অবসানে শরৎ ঋতু এক অপূর্ব শোভা ধারণ করে আবির্ভূত হয়। ভাদ্র ও আশ্বিন (আগস্ট মাসের মধ্যভাগ থেকে অক্টোবর মাসের মধ্যভাগ পর্যন্ত) মিলে শরৎকাল। এ সময় নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। তবে তখনও মাটিতে থাকে বর্ষার সরসতা। ভাদ্র (সেপ্টেম্বর) মাসে বৃষ্টি কমে যাওয়ায় তাপমাত্রা আবার বৃদ্ধি পায়, আর্দ্রতাও সর্বোচ্চে পৌঁছে। শরতে ভোরবেলায় ঘাসের ডগায় শিশির জমে। শরতের শেষে রোদের তেজ আস্তে আস্তে কমতে থাকে। শরৎকালে বনে-উপবনে শিউলি, গোলাপ, বকুল, মল্লিকা, কামিনী, মাধবী প্রভৃতি সুন্দর ও সুগন্ধি ফুল ফোটে। বিলে-ঝিলে ফোটে শাপলা আর নদীর ধারে কাশফুল। এ সময় তাল গাছে তাল পাকে।
×