ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনাকালে বাচ্চার জ্বর

প্রকাশিত: ২৩:১১, ১ সেপ্টেম্বর ২০২০

করোনাকালে বাচ্চার জ্বর

* বাচ্চার জ্বর হলেই করোনা ভাবা দরকার নেই। তবে সন্দেহ করা যেতে পারে। * বাচ্চাদের প্রতি ৮ সপ্তাহ অন্তর গলা ব্যথা ও জ্বর, কানে ব্যথা ইত্যাদি হতে পারে। ৭ বছরের নিচে এটা খুব বেশি হয়। সুতরাং করোনা ছাড়াও অন্য ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হতে পরে। * বাচ্চা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে জ্বর আসতে পারে। * বাচ্চা ৬/৭ দিনের বেশি সময় জ্বরে ভুগলে অন্য কারণ -টাইফয়েড, ডেঙ্গুও হতে পারে। * ডেঙ্গু জ্বরে গায়ে র‌্যাশ আসতে পারে। * দুই সপ্তাহের বেশি সময় ধরে বাচ্চার জ্বর হলে টাইফয়েড ছাড়া যেমন-লিউকেমিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়ার কারণগুলো সন্দেহ করা যায়। * সুতরাং বাচ্চার জ্বরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে করোনা করোনা করে ভীত না হওয়াই ভাল। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×