ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে করোনার নমুনা পরীক্ষা সাড়ে ১৪ লাখ ছাড়াল

প্রকাশিত: ২৩:০৮, ১ সেপ্টেম্বর ২০২০

দেশে করোনার নমুনা পরীক্ষা সাড়ে ১৪ লাখ ছাড়াল

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ২১৭৪ জন। এ নিয়ে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪২৮১ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২৯৮০ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৫৪টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ৫০ হাজার ২০৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ১৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। সোমবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২৯ জন পুরুষ এবং চারজন নারী। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সী ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন ্এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
×