ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিত্রশালায় চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী ‘মুক্তির মহানায়ক’

প্রকাশিত: ২৩:০৮, ১ সেপ্টেম্বর ২০২০

চিত্রশালায় চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী ‘মুক্তির মহানায়ক’

স্টাফ রিপোর্টর ॥ রং-তুলির আঁচড়ে উদ্ভাসিত হয়েছে জাতির পিতার মুখচ্ছবি। উপস্থাপিত হয়েছে অবিসংবাদিত নেতার জীবনের নানা অধ্যায়। দেখা মেলে বঙ্গন্ধুর বর্ণিল রাজনৈতিক ও সংগ্রামী জীবনচিত্র। শুধু তাই নয়, সেসব ছবিতে রয়েছে শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আশা-আকাক্সক্ষার প্রতিচ্ছবি। চিত্রকর্মগুলো আঁকা হয়েছিল ‘বঙ্গবন্ধু : জীবন থেকে চিত্রপটে’ শীর্ষকে একটি আর্ট ক্যাম্পে। বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ অবলম্বনে ১০০ শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল আর্ট ক্যাম্পটি। শত চিত্রকর্মের সেই শিল্পসম্ভার এখন প্রদর্শিত হচ্ছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। চিত্রকর্মের সঙ্গে আছে স্বাধীনতার মহান স্থপতির জীবননির্ভর আলোকচিত্র। চিত্রকর্ম ও আলোকচিত্রে সজ্জিত প্রদর্শনীটির শিরোনাম ‘মুক্তির মহানায়ক’। চিত্রশালার ১ ও ২ নং গ্যালারিতে চলছে এই শিল্পায়োজন। মহামারীর কারণে শিল্পরসিকরা মূলত ভার্চুয়াল মাধ্যমে অবলোকন করছেন এই প্রদর্শনী। িি.িংযরষঢ়ধশধষধ. মড়া.নফ ঠিকানায় দর্শকরা দেখতে পারছেন প্রদর্শনী। তবে কেউ চাইলে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সরাসরিও দেখার সুযোগ পাচ্ছেন শিল্পকলা একাডেমি আয়োজিত প্রদর্শনীটি। সেক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে প্রদর্শনালয়ে। মুজিববর্ষ এবং জাতীয় শোক দিবস উপলক্ষে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটির প্রসঙ্গে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী জনকণ্ঠকে বলেন, জাতির পিতার জন্মশতবর্ষ এবং জাতীয় শোক দিবস এক সূত্রে গাঁথা হয়েছে এ আয়োজনে। তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর স্বপ্ন, আদর্শ ও সংগ্রামী জীবনের অনুপ্রেরণা ছড়িয়ে শিল্পিত প্রকাশ এই প্রদর্শনী। এতে নতুন প্রজন্ম পরিপূর্ণভাবে বঙ্গবন্ধুর জীবনাদর্শ জানার বিষয়ে আরও বেশি আগ্রহী হবে। তরুণ শিল্পীদের চিত্রকর্মের সঙ্গে প্রখ্যাত শিল্পীদের আঁকা ছবিও রাখা হয়েছে এই আয়োজনে। প্রতিটি ক্যানভাসেই নানা অভিব্যক্তিতে মূর্ত হয়েছেন বঙ্গবন্ধু। সেই সঙ্গে উঠে এসেছে তার জীবনের রাজনৈতিক ঘটনাপ্রবাহ। চিত্রকরদের চিত্রপটে বাদ যায়নি বঙ্গবন্ধুর ব্যক্তিজীবনও।
×