ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিকিৎসাধীন দম্পতির ঘর পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

প্রকাশিত: ২১:৩৬, ১ সেপ্টেম্বর ২০২০

চিকিৎসাধীন দম্পতির ঘর পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে এবার দুর্বৃত্তরা তাদের ঘরে অগ্নিসংযোগ করে। শনিবার গভীর রাতে লখপুর ইউনিয়নে জাড়িয়া বারুইডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ফলে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। শনিবার সকালে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গ্রামের মোনতাজ আলী শেখের ছেলে মনিরুল ইসলাম, তার স্ত্রী রেশমা বেগম ও ২ বছরের শিশু জান্নাতের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের মুমূর্যু অবস্থায় উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় মনিরুল ইসলামকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা তাদের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। রবিবার মনিরুলের বড় ভাই নজরুল ইসলাম অভিযোগ করেন,পরিবারের তিন ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ওই পরিবারটিকে নিঃস্ব করার জন্য তাদের ঘরটি পুড়িয়ে দিয়েছে। ফলে মালামাল সব ভস্ম হয়ে গেছে। এখন পরিবারটি পথে বসার উপক্রম হয়েছে।
×