ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ২১:২৯, ১ সেপ্টেম্বর ২০২০

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার বেলা ১১টায় শহরের নিউমার্কেট চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, আবু সাঈদ, আসাদুজ্জামান বাবু, শাহজাহান আলী, শাহাদাৎ হোসেন, সাবেক পিপি এ্যাডভোকেট ওসমান গণি, এ্যাডভোকেট অনিত মুখার্জীসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে দেখতে সাতক্ষীরায় আসেন তৎকালীন বিরোধী দলী নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেখে সড়ক পথে ঢাকায় ফেরার পথে বেলা ১১টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনের শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালায় তৎকালীন ক্ষমতাসীন বিএনপি, যুবদল ও ছাত্রদলের ক্যাডাররা। হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় ১৫-২০টি গাড়ি ভাংচুর করে। আহত হয় শেখ হাসিনার সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ স্থানীয় অর্ধশত নেতাকর্মী।
×