ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমপির ভাই হত্যা মামলায় পিতা-পুত্র আসামি

প্রকাশিত: ২১:২৮, ১ সেপ্টেম্বর ২০২০

এমপির ভাই হত্যা মামলায় পিতা-পুত্র আসামি

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ৩১ আগস্ট ॥ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাদশার ফুপাতো ভাই হাসিনুর রহমান হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে নিহত হাসিনুর রহমানের মামাতো ভাই আব্দুল জব্বার ওরফে জব্বার পুলিশ বাদী হয়ে আটক মজিবর রহমান ও তার ছেলে জাহাঙ্গীরসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনায় প্রধান আসামি মজিবর রহমান আটক হলেও অন্য আসামিরা পলাতক রয়েছে। দৌলতপুর থানার ওসি নিশিকান্ত জানান, হাসিনুর রহমান হত্যার ঘটনায় আব্দুল জব্বার বাদী হয়ে মজিবর রহমান ও তার ছেলে জাহাঙ্গীরসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামালা দায়ের করেছে। এ ঘটনায় মজিবর রহমান আটক হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে সংসদ সদস্য এ্যাড. আ ক ম সরওয়ার জাহান বাদশা হাসিনুর রহমান হত্যাকা-ের প্রতিবাদ সভায় এটা একটি রাজনৈতিক হত্যাকা- উল্লেখ করে বলেছেন, এর পেছনের যারা ষড়যন্ত্রকারী ও পরিকল্পনাকারী রয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেছেন আমাকে ও আমার পরিবারকে বিতর্কিত করার জন্য সুপরিকল্পিতভাবে এ হত্যাকা- ঘটানো হয়েছে। পেছন থেকে শক্তি জুগিয়ে সুপরিকল্পিতভাবে নৃশংস এ হত্যাকা- ঘটানো হয়েছে যা কখনও মেনে নেয়া যাবে না। উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির পার্শ্ববর্তী ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর ঘোষপাড়া মোড়ে পদ্মা নদীর ধারে হাসিনুর রহমান মাছ ক্রয় করতে গেলে মজিবর রহমান পেছন দিক থেকে অতর্কিত হামলা চালিয়ে হাসিনুর রহমানকে ধারাল হাসুয়া দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপায়। এ সময় হাসিনুর রহমান মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি মারা যান।
×