ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে ব্রিজ নির্মাণ কাজ বন্ধ ॥ দুর্ভোগ

প্রকাশিত: ২১:২৭, ১ সেপ্টেম্বর ২০২০

বাউফলে ব্রিজ নির্মাণ কাজ বন্ধ ॥ দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩১ আগস্ট ॥ বাউফল ও নওমালা সড়কের ভিডিসি বাজার সংলগ্ন খালের ওপর একটি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। সম্পা কনস্ট্রাকশনের নামে পটুয়াখালীর এনায়েত হোসেন এই গার্ডার ব্রিজটির নির্মাণ কাজ করছেন। জানা গেছে, ২০১৯-২০২০ইং অর্থবছরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় ওই সড়কের ভিডিসি সংলগ্ন খালের ওপর ২ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৮০ টাকা ব্যয়ে ২৫ মিটার দৈর্ঘ্য এই গার্ডার ব্রিজ নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। কার্যাদেশ পাওয়ার তিন মাসের মধ্যে ওই ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করার কথা থাকালেও তা করা হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠান ৪ মাস পর ওই ব্রিজের নির্মাণ কাজ শুরু করেন। ব্রিজটির অর্ধেকেরও বেশি কাজ শেষ হওয়ার পর ৪-৫ মাস ধরে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বিকল্প পথে যাতায়াতের জন্য ওই ব্রিজটির পশ্চিম পাশে একটি কাঠের সেতু নির্মাণ করা হলেও বর্তমানে সেটিও বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সেতুটি দেবে গেছে। বর্ষার পানিতে ওই কাঠের সেতুর দুই পাশ ডুবে যাওয়ায়। এছাড়াও সেতুটির সংযোগ সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন স্থানে যাতায়ত করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ব্যাপারে জানাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব-কনস্ট্রাকটর এনায়েত হোসেনকে তার ০১৭৬১৭৪৭৯৯৫ নম্বরের মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর লাইন কেটে দেন। এরপর আর ফোন রিসিভ করেননি।
×