ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে মেট্রোরেল ডিপোর জমি অধিগ্রহণ নোটিস প্রত্যাহার দাবি

প্রকাশিত: ২১:২৬, ১ সেপ্টেম্বর ২০২০

রূপগঞ্জে মেট্রোরেল ডিপোর জমি অধিগ্রহণ নোটিস প্রত্যাহার দাবি

নিজস্ব সংবাদদাতা, ৩১ আগস্ট, রূপগঞ্জ ॥ জমি মালিকদের সঙ্গে মূল্য নির্ধারণ ও সম্মতি ছাড়াই নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেট্রোরেল প্রকল্পের ম্যাস র‌্যাপিট ট্রানজিট এমআরটি লাইন ১ এর পূর্বাচল ডিপো বাস্তবায়নের জন্য অধিগ্রহণ নোটিস ছেড়েছেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা। এতে হতাশা আর ক্ষোভ জানিয়ে অবিলম্বে নোটিস প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জমি মালিকরা। রবিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ চেয়ারম্যানবাড়ি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্যে জানান, পূর্বাচলের পাশের অতিমূল্যের এ বাপদাদার ভিটে মাটি নামেমাত্র মূল্যে ছাড়তে নারাজ। তাই ‘প্রয়োজনে জান দেবো তবু জমি দেবো না’ অঙ্গিকারে আন্দোলনে থাকব। এ কর্মসূচীর আওতায় সোমবার সকালে একই এলাকার ডেমরা কালীগঞ্জ সড়কের পাশে বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা। জানা যায়, মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন ১ ম্যাস ট্রানজিট প্রকল্প বাস্তবায়নের জন্য কাগজে কলমে স্থান নির্ধারণ করে নক্সাও চূড়ান্ত করেছেন মেট্রোরেল বিভাগ। এটি বাস্তবায়ন প্রক্রিয়ায় পূর্বাচল ৪নং সেক্টর লগোয়া রূপগঞ্জ সদর ইউনিয়নের ব্রাহ্মণখালী ও পিতলগঞ্জ মৌজার প্রায় ৯৬ একর ৩ ফসলি, বসতভিটা, সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জমি পছন্দ করেছেন তারা। অভিযোগ রয়েছে শুরুতে দফায় দফায় জমি মালিকদের সঙ্গে অধিগ্রহণ মূল্য ও সীমানা সংক্রান্ত বিষয়ে সভা সমাবেশ করা হলেও সেসব সভায় মূল্য নিয়ে কোন ধরনের সমঝোতা হয়নি জমি মালিকদের। পিতলগঞ্জ এলাকার বাসিন্দা আমিনুল হক ঝিনু ভূঁইয়া তার বক্তব্যে বলেন, পূর্বাচল নতুন শহর বাস্তবায়নের জন্য ব্রাহ্মনখালী মৌজায় জমি অধিগ্রহণ করার পর বহু মানুষ পিতলগঞ্জে ঘরবাড়ি করে বসবাস করছেন। তাছাড়া পূর্বাচলের পাশের এ জমিতে ইতোমধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পদ্মা অয়েল একটি ডিপো গড়তে জমি অধিগ্রহণ করেছেন। এতে পিতলগঞ্জ মৌজার বসতভিটা ও ফসলি জমি কমে এসেছে। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানুর সভাপতিত্বে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, মাদ্রাসা সুপার মাওলানা সালাহউদ্দিন ভূঁইয়া, আমিনুল হক ভূঁইয়া ঝিনু, জায়েদুল রহমান, ব্যবসায়ী আব্দুল আউয়াল ভূঁইয়া।
×