ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে করোনা ভাইরাসে ডেন্টাল ডাক্তারের মৃত্যু

প্রকাশিত: ১৬:২৫, ৩০ আগস্ট ২০২০

ঝিনাইদহে করোনা ভাইরাসে ডেন্টাল ডাক্তারের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো: আলিম উদ্দিন খান নামে ৬২ বছর বয়সের একজন মারা গেছেন। গতরাত সাড়ে ১২ টার পর ঝিনাইদহ কোভিড হাসপাতালে (শিশু হাসপাতাল) তিনি মারা যান। তিনি শহরের কেসি কলেজের পার্শ্বে নুর ডেন্টালের মালিক এবং নিজে ডেন্টাল (ডিপ্লোমা) ডাক্তার ছিলেন বলে তার ছেলে শরিফ উদ্দিন জানান। তিনি ঝিনাইদহ শহরের কেসি কলেজ পাড়ার আব্দুর রউফ খানের ছেলে। জানা গেছে, গত ২৩ আগস্ট করোনা পজিটিভ তার রিপোর্ট আসে। ২৪ আগস্ট তিনি ঝিনাইদহ কোভিড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে ঝিনাইদহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। ইসলামী ফাউন্ডেশনের উপপরিচাল আব্দুল হামিদ খান জানান, জেলার জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন গঠিত দাফন কমিটি এ পর্যন্ত ৫০ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির মৃতদেহ দাফন এবং শেষকৃত্ত সম্পন্ন করলো। এছাড়া আজ নতুন করে করোনা পজিটিভ ২০ জন। মোট করোনা পজিটিভ ১১৬২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০০৪ জন। কোভিড হাসপাতালে ভর্তি আছেন ২০ জন।
×