ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০০:১৯, ৩০ আগস্ট ২০২০

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ সিলেট। মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮ ৩১. WIMAX এর উপাদান কোনটি? ক. Worldwide Interoperability of Microprocessor Access খ. Worldwide Interoperability of Microwave Access গ. Worldwide Interoperability for Microwave Access ঘ. Worldwide International Microwave Access ৩২. LTE কোন Generation এর অন্তর্গত? ক. 1G খ. 2G গ. 3G ঘ. 4G ৩৩.Security বেশি কোনটিতে? ক. PAN খ. LAN গ. MAN ঘ. WAN ৩৪.কোন Topology তে data একদিকে Transmit হয়? ক. Bus খ. Ring গ. Mesh ঘ. Star ৩৫.নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায়? ক. সিমপ্লেক্স খ. ব্রডকাস্ট গ. মাল্টিকাস্ট ঘ. হাফ-ডুপ্লেক্স ৩৬.তারের মধ্যে দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে, যাকে বলা হয়? ক. এটিনিউয়েশন খ. বিকিরণ গ. ট্রান্সমিশন লস ঘ. প্রসেসিং সিস্টেম ৩৭. ক্লাউড কম্পিউটিং বলতে বুঝায়? i. ইন্টারনেট নির্ভর কম্পিউটিং ii. ইন্টারনেট বিহীন কম্পিউটিং iii. কম্পিউটিং এ দুইটি অবস্থা নিচের কোনটি সঠিক? ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৩৮.ভয়েসব্যান্ডের গতি কত? ক. ৪৫-৩০০bps খ. ৪৮০০-৯৬০০bps গ. Mbps ঘ. Mbps ৩৯. GPS এর পূর্ণরূপ কী? ক. Good Planning System খ. Good Prigran System গ. Global positioning system ঘ. General Packet System ৪০.বিপ্লব একজন প্রোগ্রামার। তিনি প্রথমে সেকশনের ডেটাকে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করেন। তারপর তিনি ডেটা প্রেরণ করে থাকেন। বিপ্লবের এ পদ্ধতিকে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলে? ক. সিনক্রোনাস খ. এসিনক্রোনাস গ. আইসোক্রোনাস ঘ.মাইসোক্রোনাস উত্তরপত্র: ৩১- গ, ৩২- ঘ, ৩৩- ক, ৩৪- খ, ৩৫- ক, ৩৬- ক, ৩৭- ক, ৩৮- খ, ৩৯- গ, ৪০- ক ।
×