ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডেবিট কার্ড আনল সিটি ব্যাংক

প্রকাশিত: ২৩:২৪, ৩০ আগস্ট ২০২০

ডেবিট কার্ড আনল সিটি ব্যাংক

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান চায়না ইউনিয়নপের সঙ্গে যৌথভাবে ডেবিট কার্ড চালু করল সিটি ব্যাংক। সম্প্রতি চালু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের চারটি প্রধান কার্ড নেটওয়ার্কের প্রত্যেকটির ইস্যুয়ার হয়ে উঠল সিটি ব্যাংক। সিটি ব্যাংকের ইস্যু করা এই ডেবিট কার্ডে ব্যাংকের ৩০০০০-এর অধিক পয়েন্ট অব সেলস (পস) মেশিন এবং নিজস্ব ৩০০-র অধিক এটিএম আর সেই সঙ্গে দেশের ন্যাশনাল পেমেন্ট সুইচে সংযুক্ত অন্য ব্যাংকসমূহের এটিএমে লেনদেন করা যাবে। ইনস্ট্যান্ট কার্ড প্রিন্টিং ফ্যাসিলিটির মাধ্যমে এই ডেবিট কার্ড ব্যাংকের শাখাগুলোতে তাৎক্ষণিক প্রিন্ট হবে এবং গ্রাহকদের তখনই হাতে হাতে দিয়ে দেয়া হবে।-বিজ্ঞপ্তি ছোট ব্যাটারির ইলেকট্রিক গাড়ি আনল হোন্ডা অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার সেদান, এসইউভির (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল) সঙ্গে পাল্লা দিয়ে নতুন মডেলের ইলেকট্রিক কার নিয়ে এলো জাপানী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটরস কোম্পানি লিমিটেড। বেশিরভাগ ইলেকট্রিক গাড়ির ব্যাটারি উচ্চ-ক্ষমতাসম্পন্ন। কোন কোন গাড়ির ব্যাটারি একবার চার্জ দিলে ওই চার্জে ৫৭০ কিলোমিটার চলতে পারে। সেখানে হোন্ডার নতুন মডেলের গাড়িটির ব্যাটারি ছোট এবং প্রতিবার চার্জে মাত্র ২৮০ কিলোমিটার চলবে। অর্থাৎ ব্যাটারির কার্যক্ষমতার দিক থেকে টেসলার মডেল থ্রি গাড়ির অর্ধেক হোন্ডার নতুন মডেল ‘হোন্ডা ই’। হোন্ডা বলছে, ৩৩ হাজার ইউরো বা ৩৯ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশী মুদ্রায় ৩৩ লাখ টাকা দাম পড়বে।
×