ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খুলছে উহানের সব শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশিত: ২৩:০৩, ৩০ আগস্ট ২০২০

খুলছে উহানের সব শিক্ষা প্রতিষ্ঠান

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার প্রকোপ বাড়তে থাকায় চীনের উহানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সেখানে মঙ্গলবার থেকে সব স্কুল ও কিন্ডারগার্টেন খুলে দেয়া হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন বা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ (সিডিসি) জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর নাগাদ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্য দু’লাখ ছাড়াতে পারে। অন্যদিকে ভারতে করোনার ব্যাপক সংক্রমণ হয়েছে। একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের বিশ্বরেকর্ডও গড়েছে দেশটি। আফ্রিকা মহাদেশের দেশ মিসরে ৫ মাস পর খুলল মসজিদের দ্বার। দক্ষিণ কোরিয়ায় করোনার সংক্রমণে শিশুর ভূমিকা নিয়ে চালানো সমীক্ষার প্রতিবেদনে অবাক হয়েছেন বিজ্ঞানীরা। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, স্ট্রেইট টাইমস, রয়টার্স, এনডিটিভি ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, সারাবিশ্বে শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৩৫ জন। মারা গেছেন আট লাখ ৪৪ হাজার ৩৩১ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৭৪ লাখ ১২ হাজার ৭৫৬ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৬৭ লাখ ৮১ হাজার ৫৬৮ জন। যাদের মধ্যে ৬১ হাজার ১৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা সংক্রমিত হয়েছেন দুই লাখ ৮৪ হাজার ৮৯৮ জন। মারা গেছেন পাঁচ হাজার ৭১১ জন। খুলছে উহানের সব স্কুল-কিন্ডারগার্টেন ॥ চীনের উহান শহরের সব স্কুল ও কিন্ডারগার্টেন আগামী মাসের প্রথম দিন থেকে খুলে দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গত বছরের ডিসেম্বরে হুবেই প্রদেশের এ রাজধানীতেই চীনের মধ্যে প্রথম কোভিড-১৯ রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর তালিকায়ও উহানের নাম ওপরের দিকেই থাকবে। শুক্রবার শহরটির স্থানীয় সরকার এক ঘোষণায় মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শরতকালীন সেমিস্টারের পাঠদান শুরু করতে বলেছে। সিডিসির পূর্বাভাস ॥ যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে করোনাভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়িয়ে যেতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। আগামী চার সপ্তাহের জন্য জাতীয়ভাবে কোভিড-১৯ এ মৃত্যুর পরিসংখ্যানের এই পূর্বাভাস দিয়েছে সিডিসি। সংক্রমণে ভারতের বিশ্ব রেকর্ড ॥ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ২১ জন মারা গেছেন। মোট মারা গেছেন ৬২ হাজার ৫৫০ জন। গত ২৪ ঘণ্টায় ৭৬ হাজার ৪৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৪ লাখ ৬৩ হাজার ৯৭২ জনে। খুলল মসজিদের দ্বার ॥ করোনা মহামারীর বিস্তার রোধে সরকারী বিধি-নিষেধের কারণে বন্ধ হয়ে যাওয়া মিসরের মসজিদের দ্বার খুলে দেয়া হয়েছে। গত মার্চের পর প্রথমবারের মতো শুক্রবার দেশটির মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজের আগে মসজিদে জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার করা হয়। পরে মুসল্লিরা মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে মসজিদে জুমার নামাজে অংশ নেন। সংক্রমণে শিশুর ভূমিকা ॥ করোনার সংক্রমণে শিশুর একটি ভূমিকায় অবাক বিজ্ঞানীরা। শিশুদের নাকে তিন সপ্তাহ পর্যন্ত ভাইরাস থেকে যায় বলে নতুন এক সমীক্ষায় উঠে এসেছে। দক্ষিণ কোরিয়ায় চালানো এ সমীক্ষায় ৯১ শিশু অংশ নেয়। এর আগের গবেষণাগুলোয় দেখা গেছে, বেশিরভাগ শিশুর ক্ষেত্রে ভাইরাসের সংক্রমণে মৃদু লক্ষণ থাকে। আবার লক্ষণ না-ও থাকতে পারে। শিশুরা কিভাবে অন্যদের মধ্যে ভাইরাস ছড়ায়, এবারের গবেষণায় পাওয়া ফল সেই অমীমাংসিত প্রশ্নের ওপর আলোকপাত করবে। গবেষণায় শিশুদের স্কুলে ফিরে যাওয়ার সঙ্গে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষার ধারাবাহিক ভূমিকার ওপর জোর দেয়ার বিষয়টি উঠে আসে। রয়্যাল কলেজ অব পেডিয়াট্রিকস এ্যান্ড চাইল্ড হেলথের প্রেসিডেন্ট রাসেল ভাইনার বলেন, শিশু ও কোভিড-১৯-এর মধ্যে তিনটি পৃথক অথচ সম্পর্কযুক্ত প্রশ্ন রয়েছে। তা হলো শিশুদের মধ্যে ভাইরাসের সংক্রমণ ঘটবে কি না, কতটা সংক্রমণ ঘটবে এবং তারা অন্যদের মধ্যে ভাইরাস ছড়াবে কি না। আমরা নিশ্চিত জানি শিশুদের মধ্যে ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে।
×