ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২১:২৩, ৩০ আগস্ট ২০২০

নওগাঁয় বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ আগস্ট ॥ শনিবার ভোর ৫টায় নওগাঁয় একটি বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শহরের বরুণকান্দি এলাকার ইফাত বিস্কুট এ্যান্ড ব্রেড ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ফ্যাক্টরিতে থাকা মালামাল পুড়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফ্যাক্টরির মালিক আব্দুল মজিদ জানান, প্রতিদিনের ন্যায় রাতে ফ্যাক্টরি বন্ধ করে বাড়িতে চলে যাই। ভোর ৫টায় ফ্যাক্টরির কর্মচারীর মুখে জানতে পারি ফ্যাক্টরিতে আগুন লেগেছে। পরে ফ্যাক্টরিতে এসে দেখি দাউ দাউ করে আগুন জ¦লছে। শত চেষ্টায় আমি ও আশপাশের মানুষ আগুন নেভাতে পারিনি। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে ফ্যাক্টরিতে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পাথরঘাটায় দোকান সংবাদদাতা পাথরঘাটা থেকে জানান, বরগুনার পাথরঘাটায় দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই দোকান মালিক শিশু মাতুব্বরের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার রাত ৪টার দিকে পাথরঘাটা পৌরশহরের ডকইয়ার্ডের নিকটে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাত ১২টার দিকে একবার আগুন লেগেছিল। সে সময় আগুন নিভিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। শিশু মাতুব্বর একই এলাকার বাসিন্দা। সাপের কামড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৯ আগস্ট ॥ শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে সাপের ছোবলে শরিফা খাতুন (২২) নামের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শরিফা খাতুন দোহারো গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল ৭ মাসের অন্তঃসত্ত্বা শরিফা খাতুন। রাত ৩টার দিকে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শরিফা খাতুনের ৩ বছরে এক ছেলে সন্তান রয়েছে।
×