ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে পরিত্যক্ত ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টি টোয়েন্টি

প্রকাশিত: ১৯:৫৭, ২৯ আগস্ট ২০২০

বৃষ্টিতে পরিত্যক্ত ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টি টোয়েন্টি

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টিতে ভেস্তে গেলো ম্যানচেস্টারে প্রথম টি টোয়েন্টি। পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তবে ১৬ ওভার এক বলের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর ম্যাচ আর মাঠে গড়ানোর মত পরিস্থিতি তৈরি না হলে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যানচেস্টারে শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। মাত্র তিন রানে জনি বেয়ারেস্টোর উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে ৭১ রান যোগ করেন ব্যান্টন ও দাউইদ মালান। রান আউটে ভাঙ্গে তাদের জুটি। ফিরে যান মালান। তবে মারকুটে ব্যাটিংয়ে থ্রি লায়নদের ভিত শক্ত করেন ওপেনার ব্যান্টন। তার ব্যাট থেকে আসে ৭১ রান। তিনি ফিরে যান দলীয় ১০৯ রানে। এরপর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক মরগান, মইন আলী ও গ্রেগরি। উইকেটে থিতু হওয়ার আগেই বিদায় নেন তারা। ম্যাচ ১৭ ওভারে গড়ালে বৃষ্টি বাগড়া দেয়। তার আগে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৩১ রান সংগ্রহ করে ইংলিশরা।
×