ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘মেসিকে কেনার সামর্থ্য নেই লিভারপুলের’

প্রকাশিত: ১১:৪৮, ২৯ আগস্ট ২০২০

‘মেসিকে কেনার সামর্থ্য নেই লিভারপুলের’

অনলাইন ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ২০১৮-১৯ মৌসুমে ইউরোপ সেরার শিরোপাও জিতেছে তারা। স্বাভাবিকভাবেই লিওনেল মেসির মতো বড় একজন তারকাকে দলে পেলে ক্লাবটির জন্য বেশ ভালো খবরই হবে এটি। কিন্তু মেসিকে নেয়ার মতো বড় অঙ্কের অর্থ খরচ করার মতো সামর্থ্যই নেই লিভারপুলের। বর্তমান ক্লাব বার্সেলোনার সঙ্গে আগামী মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। তবে এবারের চ্যাম্পিয়নস লিগে ভরাডুবির পর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। বার্সা বলছে অন্য ক্লাবে যেতে হলে ৭০০ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ দিয়ে যেতে হবে। আর মেসি চাইছেন চুক্তির একটি শর্ত সক্রিয় করে ফ্রিতেই নতুন ক্লাবে যোগ দিতে। মেসি-বার্সেলোনা এ দ্বন্দ্বের মীমাংসা এখনও হয়নি। তাই আর্জেন্টাইন জাদুকরকে যারাই পেতে চায়, তারা আপাতত ৭০০ মিলিয়ন ইউরো বা ৭ হাজার কোটি টাকা দেয়ার কথাই রেখেছেন মাথায়। তবে এত বেশি অর্থ দিয়ে মেসিকে কেনার সামর্থ্য লিভারপুলের নেই বলে জানিয়েছেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ। মেসিকে দলে চান কি না?- এমন প্রশ্নের জবাবে ক্লপ বলেছেন, ‘মেসি কে না দলে চায়? কিন্তু আমাদের কোনো সুযোগ নেই। তাকে কেনার মতো এত বড় অঙ্কের অর্থ খরচ করা আমাদের জন্য সম্ভব নয়। তাই আমরা এ বিষয়ে ভাবিওনি। এটা পরিষ্কার, কোনো সুযোগই নেই। তবে সে সত্যিই অনেক ভালো খেলোয়াড়।’ লিভারপুল সরে দাঁড়ালেও মেসিকে দলে নেয়ার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছে ইংল্যান্ডের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটি। এমনকি মেসির বাবাও জানিয়েছেন, তার ছেলে যাবেন ম্যান সিটিতেই। যদি সত্যিই তাই হয় তাহলে লিভারপুল কোচ ক্লপ বিষয়টিকে কীভাবে দেখবেন? উত্তরে তিনি বলেছেন, ‘এমনটা হলে এটি অবশ্যই ম্যানচেস্টার সিটিকে সাহায্য করবে। তাদের হারানো আরও কঠিন হয়ে যাবে, এখনও অনেক কঠিন অবশ্য। প্রিমিয়ার লিগের জন্যও এটা অনেক ভালো হবে। আমার মতে, বিশ্বের সেরা খেলোয়াড় এই লিগে খেললে এটি অবশ্যই সাহায্য করবে।’
×