ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ উদ্বোধন করা হবে আগামী ২৬ মার্চ

প্রকাশিত: ২৩:৩৩, ২৯ আগস্ট ২০২০

চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ উদ্বোধন করা হবে আগামী ২৬ মার্চ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন বর্ষে ভারতের হলদিবাড়ীর সঙ্গে বাংলাদেশের নীলফামারীর চিলাহাটি সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে সরাসরি ব্রডগেজ রেল চলাচল উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের হলদিবাড়ীর সঙ্গে বাংলাদেশের নীলফামারীর চিলাহাটি সরাসরি ব্রডগেজ রেলের যৌথভাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। শুক্রবার বিকেল ৫টায় ভারতের হলদিবাড়ীর সঙ্গে বাংলাদেশের নীলফামারীর চিলাহাটি সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে সরাসরি ব্রডগেজ রেল স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রী এ্যাডঃ নূরুল ইসলাম সুজন এমপি। পাশাপাশি মন্ত্রী বলেন, চিলাহাটি রেলস্টেশনকে আন্তর্জাতিক রেলস্টেশনে রূপান্তরের নির্মাণ কাজ অচিরেই শুরু করা হচ্ছে, যা গাজীপুরের কালিয়াকৈরে নির্মিত বঙ্গবন্ধু হাইটেক পার্ক রেলস্টেশনের আদলেই নির্মাণ করা হবে। রেলমন্ত্রী বলেন, এই রেলপথ চালু হলে প্রাথমিকভাবে ইন্টারচেঞ্জ ব্যবস্থায় ঢাকা-মংলা ও খুলনা থেকে কোচবিহারের হলদিবাড়ী ও দার্জিলিং জেলার শিলিগুড়ির এনজেপি পর্যন্ত ট্রেন চলাচল করবে। এই রেলপথ দিয়ে যাত্রী পরিবহনসহ মংলা বন্দরের মালামাল পরিবহন করা হবে। এছাড়া মংলা-খুলনা ও নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ী হয়ে শিলিগুড়ির সঙ্গে এই রেল যোগাযোগ সরাসরি সংযুক্ত হবে।
×