ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রার্থিতা বাতিল সংক্রান্ত ইসির প্রস্তাব আত্মঘাতী ॥ রিজভী

প্রকাশিত: ২৩:৩৩, ২৯ আগস্ট ২০২০

প্রার্থিতা বাতিল সংক্রান্ত ইসির প্রস্তাব আত্মঘাতী ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রার্থিতা বাতিল সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাব আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (রানেসা) আয়োজিত সাবেক ছাত্রদল নেতা দিলরুবা শওকতের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৯১(ই) ধারা অনুযায়ী কোন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সরাসরি ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে। সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আইন-২০২০ এর খসড়া তৈরি করেছে ইসি। বুধবার কমিশনের বৈঠকে ৩৪ সুপারিশ সংবলিত খসড়া প্রস্তাব চূড়ান্ত হয়েছে। এতে নির্বাচন কমিশন তার ক্ষমতাটাকে কেটে নিয়ে অর্থাৎ কারও প্রার্থিতা বাতিল করতে হবে না রাখতে হবে; সেটার জন্য এখন আলাদা পূর্ণাঙ্গ আইন করার জন্য ইসি একটি রেজুলেশন নিয়েছে এবং সেটা এখন যাবে সংসদে, সেখানেই আইন প্রণীত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতাকে আইন করে সরকার নিজের হাতে রাখবে। প্রয়োজন হলে যদি তার কথা কেউ না শুনে তাহলে তাকে বাদ দেয়া হবে। ওই আইন এমন হবে যে সরকারপ্রধান হবেন অখন্ড ক্ষমতার অধিকারী। অর্থাৎ বিএনপি কথা শুনছে না-ওর রেজিস্ট্রেশন বাদ, ওমুক দল কথা শুনবে না-ওর রেজিস্ট্রেশন বাদ। সরকারের কাছে এই ক্ষমতা তুলে দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার ও আরও ক’জন কমিশনার। যদিও একজন কমিশনার সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছেন। রিজভী বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ(আরপিও) ৭২- এর সংশোধন করে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সরাসরি ক্ষমতা বিলুপ্ত করা হচ্ছে। কিন্তু গণতন্ত্র মিন করলে নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সত্তা। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯১(ই) ধারায় আছে, নির্বাচনে অংশগ্রহণকারী কোন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার বা বাতিলের ব্যাপারটা নির্বাচন কমিশনের এখতিয়ার। সংবিধান নির্বাচন কমিশনকে এ দায়িত্ব দিয়েছে।
×