ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৪ চীনা কোম্পানি ও কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২৩:৩১, ২৯ আগস্ট ২০২০

২৪ চীনা কোম্পানি ও কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

জনকণ্ঠ ডেস্ক ॥ এবার দক্ষিণ চীন সাগরে চীনের কর্মতৎপরতার জবাবে চীনা কোম্পানি ও কর্মকর্তাদের নিশানা করেছে যুক্তরাষ্ট্র। সাগর অঞ্চলে কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং সামরিক তৎপরতায় জড়িত ২৪ চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপরও আরোপ করা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে চীনের ওপর যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ এটিই প্রথম। খবর ওয়েবসাইটের। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর বলছে, ওই ২৪ চীনা কোম্পানি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং সেখানে সামরিক স্থাপনা গড়ে তুলতে চীনের সেনাবাহিনীকে সহায়তা করেছে।
×