ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দম্পতির লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩:৩০, ২৯ আগস্ট ২০২০

রাজধানীতে দম্পতির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি উন্নয়ন সংস্থার অফিসের ভেতর থেকে দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিহত আসমত আলীর (৪৫) লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর তার স্ত্রী ফারজানার (৩২) লাশ মেঝেতে পড়েছিল। শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙ্গে ঘরের ভেতর থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করে। সিআইডির ক্রাইম সিন ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রুবায়েত জামান জানান, আসমত আলীর লাশ ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। আর তার স্ত্রী ফারজানা বেগমের লাশ পড়ে ছিল মেঝেতে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফারজানাকে হত্যার পর তার স্বামী আজমত আত্মহত্যা করেন। তিনি জানান, ওই দম্পতির ১৫ বছর বয়সী সন্তান সকালে ফোন করে পুলিশকে জানায়, বাবা-মায়ের ঘর থেকে তারা কোন সাড়া-শব্দ পাচ্ছে না, দরজাও খুলছে না। এই খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে তাদের লাশ উদ্ধার করে। আসমত আলী মাছের ব্যবসা করতেন। আর তার স্ত্রী ফারজানা আশা এনজিওতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করতেন। তাদের তিন সন্তান রয়েছে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এক পর্যায়ে নাখালপাড়ায় কাছাকাছি দুটো বাসায় আলাদা থাকতে শুরু করেন তারা। তবে দুজনেই সন্তানদের দেখাশোনা করতেন। নিহত দম্পতির সন্তানরা জানান, পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া হতো। পরে আবার তাদের মধ্যে মিটমাট হয়ে যেত। আবার নতুন করে সমস্যা দেখা দিত। এডিসি রুবায়েত জানান, যে বাসায় দুজনের লাশ পাওয়া গেছে। সেখানে ফারজানা থাকতেন। বৃহস্পতিবার রাতে ওই বাসায় যান আসমত। সম্ভবত মিটমাটের আলোচনা করতেই স্ত্রীর কাছে গিয়েছিলেন। কিন্তু কোন কারণে সেটা খারাপ দিকে যায়। তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, সকালে ৮৫ পশ্চিম নাখালপাড়া আশা উন্নয়ন সংস্থার অফিসের ভেতর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত আসমত আলীর গ্রামের বাড়ি নরসিংদীতে। তাদের লাশের ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
×