ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘আগস্টের খুনীরা এখনও সক্রিয়’

প্রকাশিত: ২৩:৩০, ২৯ আগস্ট ২০২০

‘আগস্টের খুনীরা এখনও সক্রিয়’

স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগস্টের খুনীচক্রের ষড়যন্ত্র এখনও শেষ হয়ে যায়নি। এদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকার এমন আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের নেতৃবৃন্দ। শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ আহ্বান জানান বক্তারা। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি সাবেক সচিব মনোয়ার হোসেন। ফোরাম সাধারণ সম্পাদক আঃ আহাদ, ডিসি, ডিবি, ডিএমপি-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনাসভার শুরু হয়। এতে বক্তব্য রাখেন ফোরাম সহসভাপতি সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন অতিরিক্ত সচিব মোঃ তাহিয়াত হোসেন, নায়েমের ডিজি প্রফেসর আহমেদ সাজ্জাদ রশিদ ও ফোরাম সভাপতি মনোয়ার হোসেন।
×