ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় প্রেসক্লাবে কেক কাটবেন ড. কামাল

প্রকাশিত: ২৩:২৮, ২৯ আগস্ট ২০২০

জাতীয় প্রেসক্লাবে কেক কাটবেন ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ গণফোরামের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। চলমান করোনা পরিস্থিতির মধ্যেও আনুষ্ঠানিকভাবে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে গণফোরাম। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভারও আয়োজন রেখেছে দলটি। এতে দলের সভাপতি ড. কামাল হোসেন, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্য মোশতাক আহমেদ জানিয়েছেন। সাবেক আওয়ামী লীগ নেতা ও প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন ১৯৯২ সালের জুন মাসে গণতান্ত্রিক ফোরামের নামে নাগরিক সংগঠন প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালের ২৭, ২৮, ২৯ আগস্ট কাউন্সিলের মধ্য দিয়ে সমমনা কজন নেতাকে নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত গণফোরামের কাউন্সিলে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস ‘আমার স্বপ্নের দল’ শিরোনামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। ওই বছর ১৯ এবং ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটিতে সভাপতিমন্ডলী থেকে বাদ রাখা হয় ড. কামালকে। পরের বছর ২৯ আগস্ট গণফোরাম নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন ড. কামাল হোসেন। গণফোরাম নেতা মোশতাক আহমেদ জানান, জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা শনিবার বেলা ১১টায় দলের সভা অনুষ্ঠিত হবে।
×