ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভিনব কায়দায় টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালাল গৃহকর্মী

প্রকাশিত: ২৩:১৪, ২৮ আগস্ট ২০২০

অভিনব কায়দায় টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালাল গৃহকর্মী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সবুজবাগে অভিনব কায়দায় খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে বাড়ির ছয়জনকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়েছে বাড়ির গৃহকর্মী। পরে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন পারুল আক্তার (৪০), সেলিনা (৫০), জাহানারা বেগম (৭০), আবির (১৫), রুমানা (৫৭) ও নাফিজ (১৭)। পুলিশ জানায়, ঘটনার পর বাড়ির গৃহকর্মী লিমা (৩৫) পালিয়েছে। তাকে গ্রেফতার করতে একাধিক পুলিশ টিম কাজ করছে। সেই রাতে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে সবাইকে অচেতন করে বাড়ির মালামাল লুট করে নিয়ে গেছে। হাসপাতালে ভুক্তভোগীদের আত্মীয় ইসমাইল হাসান জানান, পারুল তার পরিবার নিয়ে সবুজবাগের দক্ষিণ রাজারবাগ এলাকায় ৯/১ বি নম্বর নিজ বাড়িতে থাকেন। কিছুদিন আগে রাজধানীর একটি হাসপাতালে পারুলের মা সুরাইয়া বেগমের অপারেশন করা হয়। গত ২০ আগস্ট হাসপাতাল থেকে তাকে বাসায় আনা হয়। এরপর তাকে দেখাশোনার জন্য লিমা (৩৫) নামে একটি কাজের মেয়ে রাখা হয়। সোমবার দুপুরে পারুলের মা সুরাইয়া বেগম মারা যান। তার মৃত্যুর কারণে স্বজনরা পারুলের দক্ষিণ রাজারবাগ বাসায় আসেন। অধিকাংশ আত্মীয় স্বজন চলে গেলেও তারা কয়েকজন বাসায় ছিলেন। বুধবার রাতে গৃহকর্মী লিমা তার বোনসহ আরও এক নারীকে বাসায় আনেন। পরে তারা চলে যাওয়ার পর বাসার সবাইকে রাতের খাবার দেন লিমা। ওই খাবার খেয়েই সবাই অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের স্টমাক ওয়াশ (পাকস্থলি পরিষ্কার) করার পর মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। মিটফোর্ড হাসপাতালেই তাদের চিকিৎসা চলছে। ছয়জনেরই শারীরিক অবস্থা এখন ভাল।
×