ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ২৩:০২, ২৮ আগস্ট ২০২০

ঝলক

শত বছর পর ফিরল যুক্তরাষ্ট্রে প্রায় এক শ’ বছর পর দেখা গেল বিরল এক প্রাণীর। প্রাণীটির নাম উলভারিন। প্রাণীটির ওপর ভিত্তি করেই হলিউডে তৈরি হয়েছে এ্যাভেঞ্জার্স সিনেমা উলভারিন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কে উলভারিনের একটি দলকে দেখা গেছে। প্রাণীর দলটিকে দেখা মাত্রই তার ভিডিও করতে ভোলেননি ট্র্যাভিস হ্যারিস নামে এক ব্যক্তি। ন্যাশনাল পার্কের ওয়েবসাইটে লেখা হয়েছে, তিনটি উলভারিনকে বরফের মাঠে সবুজ রঙের কাছে খেলতে দেখা গেছে। ১০০ বছর পর ফের একবার প্রাণীদের দেখা পাওয়া গেল। মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কের সুপারিনটেন্ডেন্ট চীফ জেনকিন্স জানিয়েছেন, এই ধরনের দৃশ্য সত্যিই আশ্চর্যজনক। কারণ হিসেবে তিনি বলছেন, প্রায় এক শ’ বছরেরও বেশি সময় পরে এই প্রাণীগুলো এখানে ফিরে এসেছে। মনে করা যেতে পারে, এখন থেকে এগুলো এখানেই থেকে যাবে। ধরে নেয়া যেতে পারে ওই ন্যাশনাল পার্কে তাদের বসবাসের মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। -ইউএসএ টুডে হঠাৎ নেচে উঠল শহর হঠাৎ শুরু হওয়া নাচের ঘটনাটি বহু পুরনো। সালটা ১৫১৮ সালের জুলাই মাস। ফ্রান্সের স্ট্রসবার্গে মিসেস ত্রোফফেয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। তারপর সেখানে উপস্থিত সবাই নাচতে শুরু করেন। কিছুতেই তাদের নাচ থামানো যাচ্ছিল না। এক সপ্তাহ পর আরও বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেন। এক মাস পর শত-শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেন। অজ্ঞান হয়ে গিয়েছিলেন অনেকে। বাকিরা ফের নাচতে শুরু করেন। শহরের সে সময়ের শাসকরা ভাবলেন, এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয় ক্লান্ত হয়ে একটা সময় সবার নাচ থেমে যাবে। তাই তারা শহরের টাউন হলে সব মানুষের নাচার ব্যবস্থা করে দিলেন। এদের মধ্যে ক্লান্তি, হার্ট এ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারান প্রায় চার শ’ মানুষ। মাসের পর মাস অবিরাম নাচ চালানো কোন ব্যক্তির পক্ষেই সম্ভব নয়। কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ, আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। যদিও অনেকে দাবি করেন, বহু দিন ধরে অন্ধকার ও বদ্ধঘরে পানি আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেয়া হয় কিছু লোককে। তাদের মধ্যেই নাচের ঝোঁক দেখা যায়। -ইন্ডিয়া টুডে
×