ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনিয়ার নেতৃত্বে বিরোধীরা একাট্টা

প্রকাশিত: ২১:৪২, ২৮ আগস্ট ২০২০

সোনিয়ার নেতৃত্বে বিরোধীরা একাট্টা

ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে ঘিরে বিরোধী জোট গঠনের চেষ্টা শুরু হয়েছে। যদিও ২০১৯ সালে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী একবার এই চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত তা সফল হয়নি। তবে এবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর নেতৃতে আবারও সরকারবিরোধী জোট গঠনের চেষ্টা করা হচ্ছে। খবর আনন্দবাজার ও এনডিটিভি অনলাইনের। বিরোধী জোট গঠনের চেষ্টার ধারাবাহিকতায় বুধবার সোনিয়া গান্ধী এবং মমতা ব্যানার্জীর আহ্বানে অন্তত ৭জন মুখ্যমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মমতা বানার্জীসহ কংগ্রেসের চার মুখ্যমন্ত্রী, বিরোধী দলের আরও তিন মুখ্যমন্ত্রী বৈঠকের শুরুর দিনই মোদির বিজেপি সরকারের বিরুদ্ধে অনেকটাই সোচ্চার ছিলেন। বিশেষ করে মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরেসহ সব মুখ্যমন্ত্রী মোদি সরকারের বিরুদ্ধে বিরোধী ঐক্যের ওপরে জোর দেন। বৈঠকের মাধ্যমে প্রমাণ হয়েছে সোনিয়া গান্ধীই বিরোধী জোটকে একাট্টা করার ক্ষমতা রাখেন। তবে এও ঠিক আহ্বান জানানো সত্ত্বেও তাদের কয়েকজন বৈঠকে অংশ নেননি কিন্তু কংগ্রেস নেতারা বলছেন, শেষের দিকে উদ্ভব ঠাকরে যোগ দেয়ায় বৈঠকের গুরুত্ব বেড়েছে। সর্বোপরি এত দিন কংগ্রেসের ডাকা বৈঠক এড়িয়ে যাওয়ার পরে তৃণমূল নেত্রী যেভাবে সোনিয়ার ডাকে বৈঠকে যোগ দিয়েছেন, তা কংগ্রেস সভানেত্রীর কৃতিত্ব হিসেবেই দেখানোর চেষ্টা করছেন কংগ্রেস নেতারা। মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকের শুরুতে সোনিয়া গান্ধী বলেন, তিন সপ্তাহের মধ্যে সংসদের অধিবেশন শুরু হচ্ছে। তাই সমন্বয়ের জন্য কথাবার্তা বলা দরকার। সেখান থেকে আক্রমণের এক ধাপ এগিয়ে মমতা ব্যানার্জী বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের একাট্টা হওয়ার ডাক দেন।
×