ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাউখালীতে মাদক মামলার আসামি ও দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১৭:১২, ২৭ আগস্ট ২০২০

কাউখালীতে মাদক মামলার আসামি ও দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ পিরোজপুরের কাউখালীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহষ্পতিবার সকাল ১১.১৫ মিনিটে শিয়ালকাঠী চৌরাস্তা থেকে এই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির এস আই দেলোয়ার হোসাইন জসিম। আটককৃত মোঃ তোফাজ্জল হোসেন (৫০) শিয়ালকাঠী গ্রামের মৃতঃ হাবিবুর রহমান এর পুত্র ও ইউনুচ ওরফে ইমরুচ (৩২) শিয়ালকাঠী গ্রামের রুহুল আমিন এর পুত্র। জেলা গোয়েন্দা বিভাগের সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা বিভাগের এস আই দেলোয়ার হোসাইন জসিম, এ এস আই ওলিউল্লাহ, কন্সটেবল মোস্তাফিজ, মনির, দেলোয়ার ও বাপ্পী সহ জেলার কাউখালি থানাধীন শিয়ালকাঠী চৌরাস্তায় অভিযান চালিয়ে গাজাঁ ক্রয় বিক্রয়ের সময় এই ২ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাগ ভর্তি ১ কেজি গাজা উদ্ধার করা হয়। আটককৃত মোঃ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে পূর্বের ০৪ টি মাদক মামলা ও ইউনুচ ওরফে ইমরুচ এর বিরুদ্ধে পূর্বের ০৩টি মাদক মামলা রয়েছে। জেলা ডিবির এস আই দেলোয়ার হোসাইন জসিম জানান, পিরোজপুর পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান স্যারের নির্দেশে চলমান মাদক উদ্ধার অভিযানের আওতায় কাউখালি থানাধীন শিয়ালকাঠী চৌরাস্তায় অভিযান চালাইয়া গাজাঁ ক্রয় বিক্রয়ের সময় ০১ কেজি গাজাঁ সহ আটক করা হয়েছে। পিরোজপুর জেলার কাউখালি থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
×