ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না ॥ রিজভী

প্রকাশিত: ২৩:৪১, ২৭ আগস্ট ২০২০

এ সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তি না দিলে রাজপথে আন্দোলন হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইসহাকসহ গ্রেফতার নেতাকর্মীর মুক্তি বাধাগ্রস্ত হলে আমরা এবার রাজপথে ব্যারিকেড তৈরি করব। এতে এ সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ২০১৮ সালে ইসহাক সরকারকে পুলিশ গ্রেফতার করে। ইসহাক সরকার কি অপরাধ করেছে, ওর নামে ৩২৬ মামলা করা হয়েছে। তিনি বলেন, মঙ্গলবারও ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদকে কোন কারণ ছাড়া গ্রেফতার করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির কর্মসূচী ॥ ১ সেপ্টেম্বর বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচীর মধ্যে রয়েছে ওইদিন সকাল ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পমাল্য অর্পণ, বিকেল সাড়ে ৩টায় ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ। অটোরিক্সার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক এলাকায় অটোরিক্সার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী এবং বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার তেজগাঁও থানার বেগুনবাড়ি ফ্লাইওভারের ঢালে সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় সাইদুল (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সাইদুলের সহকর্মী জানান, তারা বেগুনবাড়ি এলাকায় থাকেন। মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে মঙ্গলবার রাতে ঢাকার ডেমরার কোনাপাড়ায় বিদু্যুতস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়।
×