ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশী ঝামেলার পর বাদ ম্যাগুয়াইর

প্রকাশিত: ২১:৩৪, ২৭ আগস্ট ২০২০

পুলিশী ঝামেলার পর বাদ ম্যাগুয়াইর

স্পোর্টস রিপোর্টার ॥ কপাল পুড়ল হ্যারি মাগুয়াইরের। ছুটি কাটাতে গ্রিসের একটি দ্বীপে বেড়াতে গিয়েছিলেন। সেখানে পুলিশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে শাস্তি পান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ইংলিশ অধিনায়ক। সেজন্য এবার হ্যারি ম্যাগুয়াইরকে ইংল্যান্ড জাতীয় দল থেকেই বাদ দেয়া হয়েছে। ইংলিশ দলের কোচ গ্যারেথ সাউথগেট মঙ্গলবারই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সবার মঙ্গলের স্বার্থেই ম্যাগুয়াইরের নাম দল থেকে প্রত্যাহার করা হয়েছে। গ্রিসে ইংলিশ এই ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মাইকোনোস আইল্যান্ডে পুলিশের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। পরে ঘুষ দিয়ে ঘটনার মীমাংসা করতে চেয়েছিলেন তরুণ প্রতিভাবান এই ডিফেন্ডার। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আর সেখানে দোষী সাব্যস্ত হন ম্যাগুয়াইর। আদালত তাকে ২১ মাস ১০ দিনের জেল দেয়। গ্রীসের আইন অনুযায়ী প্রথমবারের মতো এমন অপরাধ করায় এই শাস্তি কার্যকর করা হচ্ছে না। তিন বছরের জন্য এই শাস্তি স্থগিত থাকবে। অর্থাৎ জেলে যেতে হবে না ম্যাগুয়াইরকে। তবে এই সময়ের মধ্যে আবার এমন অপরাধে জড়ালে শাস্তি কার্যকর করা হবে। ফরোয়ার্ড ॥ হ্যারি কেন, জ্যাডন স্যাঞ্চো, রহিম স্টার্লিং, ট্যামি আব্রাহাম, ম্যাসন গ্রিনউড, মার্কাস রাশফোর্ড, ড্যানি ইংস। মিডফিল্ডার ॥ মেসন মাউন্ট, ফিল ফোডেন, কেলভিন ফিলিপস, ডেক্ল্যান রাইস, হ্যারি উইংস, জেমস ওয়ার্ড প্রৌজ। ডিফেন্ডার ॥ ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড, এরিক ডায়ার, জো গোমেজ, মাইকেল কিন, টাইরন মিংস, কিয়েরান ট্রিপিয়ের, কাইল ওয়াকার। গোলরক্ষক ॥ ডিন হেন্ডারসন, নিক পোপ ও জর্ডান পিকফোর্ড।
×