ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচপির কোচ হলেন টবি র‌্যাডফোর্ড

প্রকাশিত: ২১:৩৩, ২৭ আগস্ট ২০২০

এইচপির কোচ হলেন টবি র‌্যাডফোর্ড

এইচপির কোচ হলেন টবি র‌্যাডফোর্ড স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হাই পারফর্মেন্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হচ্ছেন টবি র‌্যাডফোর্ড তা আগেই জানা গিয়েছে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক মেইল বার্তায় তা নিশ্চিত করে দিয়েছে। র‌্যাডফোর্ড এইচপির কোচ নিয়োগ হয়ে গেছেন। শ্রীলঙ্কা সফরে এইচপি দলের সঙ্গে থাকবেনও এই ওয়েস্ট ইন্ডিজের কোচ। এইচপি দলের সঙ্গে শ্রীলঙ্কাতেই যোগ দেবেন র‌্যাডফোর্ড। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটিং ও সহকারী কোচ টবি র‌্যাডফোর্ডকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২১ সালের আগস্ট পর্যন্ত তার মেয়াদ থাকবে। সেপ্টেম্বর-অক্টোবরে র‌্যাডফোর্ডের তত্ত্বাবধানেই ক্যাম্প শুরু করবে এইচপি ইউনিটের ক্রিকেটাররা। র‌্যাডফোর্ড বাংলাদেশে না এসে সরাসরি শ্রীলঙ্কাতেই যাবেন। সেখানেই তিনি এইচপি দলের দায়িত্ব বুঝে নেবেন। শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের সঙ্গেই যাবে এইচপি ইউনিট। সেখানে জাতীয় দলের সঙ্গে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট সিরিজ শুরু হলে এইচপি দলও শ্রীলঙ্কা এইচপির সঙ্গে সিরিজ খেলবে। দুটি দীর্ঘপরিসরের ম্যাচ ও পাঁচটি নির্ধারিত ওভারের ম্যাচ খেলবে এইচপি ইউনিট। ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোচিং লেভেল-৪ শেষ করা এ কোচ মিডলসেক্স ও সাসেক্সের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। দুই মেয়াদে (২০১২-১৩ ও ২০১৬-২০১৯) ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গ্ল্যামরগান ও মিডলসেক্সের প্রধান কোচ ছিলেন তিনি। ইসিবি ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরামর্শক ছিলেন র‌্যাডফোর্ড। এ সময়ে বিভিন্ন যুবদল নিয়ে কাজ করেছেন। ৪৮ বছর বয়সী এ কোচ প্রথমবারের মতো এশিয়ার কোন দেশের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে র‌্যাডফোর্ড কাজ করেছেন আট বছর। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ জয়ের টিম ম্যানেজমেন্টের অংশ ছিলেন তিনি। আক্ষেপ নিয়ে ২০১৯ সালে সেই চাকরি ছাড়েন ৪৮ বছর বয়সী কোচ। অভিজ্ঞ কোচ বিশ্বের বিভিন্ন একাডেমিতে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেটে তার প্রথম এ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফর দিয়ে। এইচপির প্রধান কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত র‌্যাডফোর্ড বলেন, ‘বাংলাদেশে দারুণ কিছু উঠতি প্রতিভা আছে। আন্তর্জাতিক মঞ্চে তাদের ভাল করার জন্য সঠিকভাবে গড়ে তোলার কাজটাই আমি করতে চাই। আমাকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়ার জন্য আমি বিসিবির কাছে কৃতজ্ঞ।’
×