ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহিলা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ছে

প্রকাশিত: ২১:৩১, ২৭ আগস্ট ২০২০

মহিলা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ছে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটারদের বেতন বাড়ছে। খুব শীঘ্রই বেতন বাড়তে চলেছে সালমা খাতুন, জাহানারা আলম ও রুমানা আহমেদদের। চলতি বছর বাংলাদেশ জাতীয় পুরুষ দলের ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেতন বেড়েছে। তারই ধারাবাহিকতায় নারী ক্রিকেটারদের বেতন বাড়তে চলেছে। এমনকি আন্তর্জাতিক ম্যাচ ফিও বাড়ছে। সেই প্রস্তাব বিসিবির কাছে দেয়া হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী নারী ক্রিকেটারদের বেতন ১০-২০ ভাগ বাড়ানোর কথা ভাবছে উইমেন্স উইং। ওয়ানডে এবং টি-২০’র ম্যাচ ফিও কয়েক গুণ বাড়ানো হবে। ২০১১ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে এবং টি২০ মর্যাদা পায়। তাতে নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ে। প্রথম শ্রেণীর পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি ২০১২ সালে নারী ক্রিকেটারদেরও বেতনের আওতায় এনেছে বিসিবি। ২০১২ সালে তিন ক্যাটাগরিতে বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন ছিল যথাক্রমে ১৫, ২০ ও ২৫ হাজার। গতবছর সাকিবদের আন্দোলনে লাভ হয়েছে বাংলাদেশ দলের নারী ক্রিকেটারদের। প্রতিটি গ্রেডের বেতন বেড়েছে। ১০ থেকে ১৫ হাজার টাকা করে বেতন বেড়েছে। এবার আবার বেতন বাড়ছে। বেতন ও ম্যাচ ফি বাড়ানো নিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া স্বাক্ষাতকারে নাদেল বলেন, ‘আমরা ওদের বেতন বাড়াবো, ম্যাচ ফিও বাড়ানো হবে। একেবারে অনেক হবে না। অল্প অল্প করে বাড়ানো হবে। বেতন ১০-২০ ভাগ বাড়ানো হবে। ম্যাচ ফি কয়েক গুণ বাড়বে।’ তামিম-মুমিনুলদের তুলনায় জাহানারা-রুমানাদের বেতন, ম্যাচ ফির ভেতর বিস্তর ফারাক বিদ্যমান। চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে জাতীয় দলের নারী ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটাগরিতে ৫০ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৪০ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৩০ হাজার ও ‘ডি’ ক্যাটাগরিতে ২০ হাজার করে প্রতিমাসে বেতন পান নারী ক্রিকেটাররা। আর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন ২০ ক্রিকেটার।
×